পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mobile Trafficking in Narendrapur: আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের হদিস নরেন্দ্রপুরে, ধৃত 1 - mobile trafficking ring

নরেন্দ্রপুরে দীর্ঘদিন ধরেই মোবাইল চুরি হয়ে যাওয়ার অভিযোগ আসছিল ৷ বুধবারও একই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশের জালে ধরা পড়েছে এক অভিযুক্ত ৷ তাঁকে আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

Mobile Trafficking in Narendrapur
মোবাইল পাচার চক্রের হদিস নরেন্দ্রপুরে

By

Published : Aug 17, 2023, 4:55 PM IST

মোবাইল পাচার চক্রে ধৃত 1

নরেন্দ্রপুর, 17 অগস্ট: আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের হদিস নরেন্দ্রপুরে। ঘটনায় গ্রেফতার এক। ধৃতের নাম আব্দুল রহমান। তার কাছ থেকে উদ্ধার মোট 34টি নামী-দামী সংস্থার মোবাইল। ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর আদালতে পেশ করা হয় ৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

পুলিস সুত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা কর্পোরেট সংস্থায় কর্মরত এক আধিকারিকের আইফোন চুরি যায়। ঘটনাটি ঘটে বুধবার অর্থাৎ 16 অগস্ট। এরপরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ আইফোন ট্র‍্যাক করে ও সোর্স মারফত অভিযুক্ত আব্দুলের হদিস পান পুলিশকর্মীরা। তাঁর সন্ধানে নরেন্দ্রপুর থানা এলাকার গ্রিনপার্কে যায় পুলিশ।

আরও জানা গিয়েছে, বিগত দু'মাস ধরে একটি বাড়ি ভাড়া নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকছিল আব্দুল। তার আসল বাড়ি বারুইপুর থানা এলাকার বৃন্দাখালীর পশ্চিমপাড়ায়। তার কাজ ছিল বাসে ও ট্রেনে মোবাইল ছিনতাই করা। কাজের সুবিধার জন্যই গ্রিনপার্ক এলাকায় বসবাস শুরু করেছিল সে।

আরও পড়ুন: দুই পৃথক অভিযানে উদ্ধার সাড়ে পাঁচ কোটির ব্রাউন সুগার, গ্রেফতার 5

বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানিয়েছেন, অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে 34টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, "চোরাই মোবাইল আব্দুল নিউমার্কেট এলাকায় দিয়ে আসত। সেখান থেকে মোবাইল চলে যেত বাংলাদেশে। শুধু আইফোন নয়, অন্যান্য ব্রান্ডের দামি ফোনও উদ্ধার হয়েছে ধৃতের কাছে থেকে ৷ এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে ৷" ধৃত আব্দুলকে জিজ্ঞাসাবাদ করেও বেশকিছু তথ্য ও নাম সামনে এসেছে বলে জানান বারুইপুর পুলিশ জেলার ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ মোহিত মোল্লা।

আরও পড়ুন: বিএসএফের তৎপরতায় ভেস্তে গেল অস্ত্রপাচার, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র

ABOUT THE AUTHOR

...view details