পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়, কাইজ়ারকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ - today's news in Bhangar

সোশাল মিডিয়ায় সম্প্রতি তৃণমূল যুব কংগ্রেসকে সমর্থন করে ভাঙড়ের এক ছাত্র একটি পোস্ট করে । সেই কারণে রবিবার কাইজ়ার না কি তাকে মারধর করে । পাশাপাশি ওই এলাকায় জমি দখল নিয়ে সংঘর্ষ বাধে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দলের যুব সংগঠনের কর্মী ও সমর্থকদের । সংঘর্ষে দুইপক্ষের চার জন জখম হন । আহতদের উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে  যায় পুলিশ । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । তাঁকে কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল হাসপাতাল ও মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ।

inner clash of tmc
গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়

By

Published : Dec 29, 2019, 7:01 PM IST

Updated : Dec 29, 2019, 7:19 PM IST

ভাঙড়, 29 ডিসেম্বর: আজ তৃণমূল কংগ্রেসের নেতা কাইজ়ার আহমেদকে গ্রেপ্তারের দাবিতে ভাঙড় থানার সামনে আজ বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকরা । দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার ঘটনা । ভাঙড়ের রানিগাছিতে কাইজারের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ তাদের ।

অভিযোগ, সোশাল মিডিয়ায় সম্প্রতি তৃণমূল যুব কংগ্রেসকে সমর্থন করে স্থানীয় এক ছাত্র একটি পোস্ট করে । সেই কারণে রবিবার কাইজ়ার না কি তাকে মারধর করে । পাশাপাশি ওই এলাকায় জমি দখল নিয়ে সংঘর্ষ বাধে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দলের যুব সংগঠনের কর্মী ও সমর্থকদের । সংঘর্ষে দুইপক্ষের চার জন জখম হন । আহতদের উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পুলিশ । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । তাঁকে কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল হাসপাতাল ও মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ।

সংঘর্ষের খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থানে যায় । তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের দাবি কাইজ়ার বিভিন্ন এলাকায় গিয়ে হুমকি দিচ্ছে যুব তৃণমূল করা যাবে না । তার নেতৃত্বে রবিবার দলের যুব সংগঠনের কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । ওই ঘটনার পর আহতদের নিয়ে থানার সামনে বসে বিক্ষোভ দেখিয়ে কাইজ়ারকে গ্রেপ্তারের দাবি তোলে যুব কর্মীরা ।

অন্যদিকে, কাইজ়ারের দাবি, এলাকার কিছু দুষ্কৃতী পুলিশের মদতে তৃণমূল যুব কংগ্রেসের নাম করে সরকারি জমি দখল করছে । তাই এলাকায় কর্মীদের শান্ত থাকার বার্তা দিতে গিয়েছিলেন । তিনি ঘটনাস্থান থেকে চলে আসার পর ঝামেলা হয়েছে । তিনি বলেন, "আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠছে । এসবের সঙ্গে কোনোভাবেই জড়িত নই । থানার সামনে যারা আমাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে, তারা তৃণমূলের কেউ নয় ।"

কাইজ়ারকে গ্রেপ্তারের দাবি

ভাঙড় থানায় তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের তরফে পরস্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ তদন্ত শুরু করেছে । এলাকায় পুলিশি টহল চলছে ।

Last Updated : Dec 29, 2019, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details