ডায়মন্ড হারবার, 22 এপ্রিল : সংসদ তথা তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে ঘাসফুল শিবিরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে (TMC inner clash in Diamond Harbour) । ডায়মন্ডহারবার-1 নম্বর ব্লকের তৃণমূলের যুব সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এছাড়াও রয়েছে দুর্নীতি,তোলাবাজি,মারধর-সহ একাধিক অভিযোগ ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছে দলের একাংশ ৷
ডায়মন্ডহারবার-1 নম্বর ব্লকের যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকারীর বিরুদ্ধে সরব হয়েছেন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যরাই ৷ জানা গিয়েছে, গত 19 এপ্রিল ডায়মন্ডহারবার-1 নম্বর ব্লকের জনপ্রতিনিধিরা ওই তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ তুলে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ স্বাভাবিকভাবেই এই অভিযোগকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির ৷ এই পঞ্চায়েত সমিতির সদস্য এবং মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ লাইলি লস্কর অভিযোগ করেছেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাঁদের ডাকা হয় না । ব্লকের যুব তৃণমূল সভাপতি গৌতম অধিকারী তাঁর দলবল নিয়ে পঞ্চায়েত সমিতি চালাচ্ছেন। অন্যদিকে, বোলসিদ্ধি কালিনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাবিরা বিবি অভিযোগ করেন, "সরকারি বিভিন্ন প্রকল্পমূলক কাজ করতে দেওয়া হচ্ছে না আমাদের । আমরা যেন পুতুল হয়ে রয়েছি । ফলে সাধারণ মানুষের কাছে আমাদের জনপ্রতিনিধিদের গ্রহণযোগ্যতা অনেকটাই কমে যাচ্ছে ।"