পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash : ডায়মন্ডহারবারে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, দলীয় নেতার বিরুদ্ধে অভিষেককে চিঠি - ডায়মন্ড হারবারে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব

অভিষেকের খাসতালুক ডায়মন্ডহারবারের 1 নম্বর ব্লকে তৃণমূলের অন্দরের কোন্দল (TMC inner clash in Diamond Harbour) । এই খবর প্রকাশ্যে আসায় অস্বস্তিতে ঘাসফুল শিবির ৷

TMC Inner Clash
ডায়মন্ড হারবারে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব

By

Published : Apr 22, 2022, 12:52 PM IST

ডায়মন্ড হারবার, 22 এপ্রিল : সংসদ তথা তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে ঘাসফুল শিবিরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে (TMC inner clash in Diamond Harbour) । ডায়মন্ডহারবার-1 নম্বর ব্লকের তৃণমূলের যুব সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এছাড়াও রয়েছে দুর্নীতি,তোলাবাজি,মারধর-সহ একাধিক অভিযোগ ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছে দলের একাংশ ৷

ডায়মন্ডহারবার-1 নম্বর ব্লকের যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকারীর বিরুদ্ধে সরব হয়েছেন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যরাই ৷ জানা গিয়েছে, গত 19 এপ্রিল ডায়মন্ডহারবার-1 নম্বর ব্লকের জনপ্রতিনিধিরা ওই তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ তুলে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ স্বাভাবিকভাবেই এই অভিযোগকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির ৷ এই পঞ্চায়েত সমিতির সদস্য এবং মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ লাইলি লস্কর অভিযোগ করেছেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাঁদের ডাকা হয় না । ব্লকের যুব তৃণমূল সভাপতি গৌতম অধিকারী তাঁর দলবল নিয়ে পঞ্চায়েত সমিতি চালাচ্ছেন। অন্যদিকে, বোলসিদ্ধি কালিনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাবিরা বিবি অভিযোগ করেন, "সরকারি বিভিন্ন প্রকল্পমূলক কাজ করতে দেওয়া হচ্ছে না আমাদের । আমরা যেন পুতুল হয়ে রয়েছি । ফলে সাধারণ মানুষের কাছে আমাদের জনপ্রতিনিধিদের গ্রহণযোগ্যতা অনেকটাই কমে যাচ্ছে ।"

আরও পড়ুন : বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল পদ নিয়ে অন্তর্দ্বন্দ্ব তৃণমূলে

তবে তৃণমূলের একাংশ গৌতম অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে যে চিঠি পাঠিয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে ৷ ডায়মন্ডহারবার-1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ উত্তম নস্কর বলেন, "কার্যত আমাকে অন্ধকারে রেখেই এই অভিযোগপত্রে সই করানো হয়েছে । পরে ভুল বুঝতে পেরে গোটা বিষয়টি সাংসদকে জানিয়েছি ।" তবে এই বিষয়য়ে তৃণমূল ব্লক সভাপতি উমাপদ পুরকাইত বলেন, "এটা কোন গোষ্ঠী কোন্দল নয়, এটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে । ইতিমধ্যে অভিযোগপত্র আমার কাছে এসে পৌঁছেছে এবং আমরা দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করব ।" তবে এবিষয়ে যোগাযোগ করা যায়নি অভিযুক্ত গৌতম অধিকারীর সঙ্গে ৷ বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন ডায়মন্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details