সাগর, 14 জানুয়ারি: গঙ্গাসাগর মেলা জমে উঠেছে (Gangasagar Mela 2023)। সমুদ্র সৈকতে তিল ধারণের জায়গা নেই । গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূণ্যস্নান উপলক্ষ্যে জনজোয়ার। এই বছর গঙ্গাসাগরে কার্যত রেকর্ড সংখ্যক মানুষের জনসমাগম হতে চলেছে এমনটাই আশা করেছে জেলা প্রশাসনের আধিকারিকেরা । সাগর মেলায় পরিবেশ ও গঙ্গাদূষণ রুখতে প্লাস্টিক মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের আওতায় গঙ্গাসাগর বকখালি উন্নয়ন কর্তৃপক্ষ তথা জিবিডিএ-র পক্ষ থেকে জৈব পলিমার ব্যাগ বিতরণ করা হচ্ছে । দোকানদার থেকে দর্শনার্থী সকলকেই এই ব্যাগ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ।
গঙ্গাসাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল জানান, প্লাস্টিক নিষিদ্ধ করার জন্য জৈব পলিমার ব্যাগ দেওয়া হচ্ছে । এটি দেখতে প্লাস্টিকের মতো হলেও তবে এটি আসলে কর্ন স্টার্চ (Initiative to make Gangasagar Mela 2023 Plastic free) । এই পদার্থটি একশো শতাংশ দ্রবণীয় । তিন মাস ব্যবহার না-হলে এই পদার্থটি নিজেই মিশ্রিত হয়ে যাবে । পদার্থটি এক ধরণের প্লাস্টিকের বিকল্প হিসাবে ব্যবহৃত হয় । ইতিমধ্যেই 200 বেশি স্বেচ্ছাসেবীদের দ্বারা এই ব্যাগটি তীর্থযাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে । এর সঙ্গে দোকানদারদের হাতে কাপড় ও কাগজের ব্যাগও দেওয়া হচ্ছে । যাঁদের কাছে প্লাস্টিকের ব্যাগ দেখা যাচ্ছে তাঁদের কাছ থেকে প্লাস্টিক ব্যাগ নিয়ে পরিবর্তে জৈব পলিমার ব্যাগ দেওয়া হচ্ছে ।