নামখানা, 31 মে: আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা। এবার সেখানকার জনজীবন স্বাভাবিক করতে সেনার সাহায্য নিল জেলা প্রশাসন ৷ রবিবারই নামখানা ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত এলাকায় গাছ কাটা সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করল সেনা ৷
আমফানের দাপটে দক্ষিণ 24 পরগনা জেলায় কয়েক হাজার গাছ ভেঙে পড়ে । উপরে পড়ে প্রায় 46 হাজার বিদ্যুতের খুঁটি । আগেই উদ্ধারকাজে নেমেছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী । আমফানের আগে থেকেই সুন্দরবন সহ জেলার বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল তারা । কিন্তু, ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ এই অবস্থায় জনজীবন স্বাভাবিক করতে সেনার সাহায্য নিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন।