গঙ্গাসাগর, 14 জানুয়ারি : রাত পেরোলেই গঙ্গাসাগরে কয়েক লাখ পুণ্যার্থী পুণ্যস্নান করবে । সে জন্য প্রশাসনের তরফে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি । এরই মাঝেই পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর মন্তব্য ঘিরে শুরু হল বিতর্ক । গঙ্গাসাগরে তিনি বলেন, "ভারত, নেপাল ও ভুটান হিন্দুরাষ্ট্র হবে ।"
ভারত, নেপাল ও ভুটান হিন্দুরাষ্ট্র হবে : শংকরাচার্য - গঙ্গাসাগর
গঙ্গাসাগরে পুণ্যস্নান শুরুর আগে বিতর্কিত মন্তব্য করলেন শংকরাচার্য । তাঁর দাবি, ভারত, নেপাল ও ভুটান হবে হিন্দুরাষ্ট্র ।
গতকাল গঙ্গাসাগরে আসেন শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী । পুণ্যার্থীদের সামনে বক্তব্য রাখার সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি । বলেন, "বিশ্বকে একমাত্র একটি তন্ত্র বাঁচাতে পারে । ভারতের হিন্দু, নেপালের হিন্দু ও ভুটানের হিন্দু । ভবিষ্যতে অনেক কিছু হবে । কিন্তু সর্বপ্রথম হিন্দুরাষ্ট্র হবে ভারত, নেপাল ও ভুটান । অন্য কোনও দেশে হিন্দুদের যদি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে সমস্যা হয় তাহলে ভারত, নেপাল ও ভুটানকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করে সেখানে তাদের থাকার ব্যবস্থা করা উচিত ।"
কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 কে সমর্থন করেন শংকরাচার্য । তিনি বলেন, "পাকিস্তান, বাংলাদেশ বা আরবের মতো ইসলাম রাষ্ট্রগুলিতে যদি কোনও মুসলিম নির্যাতনের স্বীকার হন, বা তাঁর মানবাধিকার লঙ্ঘিত হয় তবে আদালতের দ্বারস্থ হয়ে বিচার পাওয়ার চেষ্টা করা উচিত । কোনও ইসলাম রাষ্ট্রের মুসলিম বাসিন্দারা যদি দেশ ছাড়ার কথা ভাবেন তাহলে তাঁদের অন্য কোনও ইসলাম রাষ্ট্রে থাকার ব্যবস্থা করে দেওয়া উচিত ।"