পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

In-laws abuse : কালো বউকে লোহার রড দিয়ে পেটানো হল শ্বশুরবাড়িতে - গায়ের রং কালে বলে শ্বশুরবাড়িতে অত্যাচারের শিকার মহিলা

গায়ের রং কালো বলে শ্বশুরবাড়িতে বউকে পেটানো হল লোহার রড দিয়ে ৷ পান থেকে চুন খসলেই চলে মারধর ৷ দাবি করা হয় নগদ টাকাও ৷ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের সামন্তেরচক গ্রামে ৷ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ৷

In-laws abuse, Kakdwip
গায়ের রং কালো ! শ্বশুরবাড়িতে পেটানো হল লোহার রড দিয়ে

By

Published : Nov 14, 2021, 3:03 PM IST

কাকদ্বীপ, 14 নভেম্বর : মাত্র চার মাস হয়েছে বিয়ের । তারই মধ্যে বধূকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । বধূর গায়ের রং কালো । তাই শ্বশুরবাড়ির দাবি ছিল দু’ লক্ষ টাকা পণের । বিয়েতে সমস্ত দাবি পূরণ করেছিল পাত্রীর বাড়ি । তারপরও সদ্য বিবাহিতাকে শ্বশুরবাড়িতে চরম অত্যাচারের শিকার হতে হল । পেটানো হল লোহার রড দিয়ে । কাঠগড়ায় স্বামী-‌সহ শ্বশুরবাড়ির লোকজন । দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার হার্ডউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার ।

মাত্র চার মাস আগে প্রত্যুষ গুছাইতের সঙ্গে বিয়ে হয় মিতালির । বিয়ের সময় প্রচুর যৌতূক নিয়েছিল প্রত্যুষের মা-বাবা । মিতালির গায়ের রং কালো হওয়ার জন্য 2 লক্ষ টাকা নগদ দাবি করে পাত্রপক্ষ । আনুসঙ্গিক আরও জিনিসপত্র তো ছিলই । পাত্রীপক্ষ সেই সমস্ত দাবিই পূরণ করে । স্থানীয়রা জানান, মেয়ের গায়ের রং চাপা, তাই তাঁকে পাত্রস্থ করতে সমস্যা হবে বলে একটা আতঙ্ক ছিল পাত্রীপক্ষের । তাই দেদার খরচ করেও মেয়েকে গোত্রান্তরিত করেন কন্যাদায়গ্রস্ত পিতা । তবু কালো মেয়ের হওয়ার খোঁটা পিছনে ছাড়ে না ।

অভিযোগ, শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকেই মিতালিকে নানা ভাবে নির্যাতন করা হচ্ছিল । মারধর চলছিল প্রায় প্রতিদিনই । বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্যও চাপ দেওয়া হচ্ছিল । বধূকে ঘরের মধ্যে আটকে রেখে রড, শাবল দিয়ে মারধর করা হয় । গরম রড দিয়ে হাতে-পিঠে ছ্যাঁকাও দেওয়া হচ্ছিল । তাঁকে স্বামী শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয় বলে মারাত্মক অভিযোগ উঠেছে । মিতালির বাপের বাড়ির লোকজন খবর পেয়ে শেষে পুলিশে অভিযোগ দায়ের করেন । পুলিশের তৎপরতায় শ্বশুরবাড়িতে গিয়ে মিতালিকে উদ্ধার করা হয় । আপাতত তিনি হাসপাতালে ভর্তি । চিকিৎসা চলছে । অভিযুক্ত স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে ।

মিতালির বাবার অভিযোগ, "গত শ্রাবণের 27 তারিখ মেয়ের বিয়ে দিই । আমার মেয়েটার গায়ের রং ময়লা, একটু রোগা ৷ কিন্তু ওরাই পছন্দ করে মেয়েকে নিয়ে যায় । তিন ভাইয়ের তিনটে ব্যবসা আছে ৷ ওই গাড়ির গ্যারাজ আছে ৷ তার জন্য 2 লক্ষ টাকা নগদ নিয়েছে । সঙ্গে বলেছিল, যা পারেন দেবেন । আমি রাজি হই । এরপরও মাঝে মধ্যেই বলে, বাবার কাছ টাকা নিয়ে আয় ৷"

দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা

নির্যাতিতার কথায়, "প্রতিদিন আমাকে মারধর করত । লাঠি দিয়ে মারত । টাকা চাইত সবসময় । কয়েকদিন ধরে বলছিল 30 হাজার টাকা লাগবে নিয়ে এসে । আমি স্নান সেরে বেরোনোর পর আমাকে বলছে আবারও স্নান করতে যেতে । আমি কেন দু’বার স্নান করতে যাব ? যাইনি বলে মারতে শুরু করল । আমাকে একটা ঘরের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রেখে দেয় এরপর । মুখ বেঁধে দিয়েছিল । দরজা বন্ধ করে রেখেছিল । টাকা দিতে পারিনি বলে এরকম অত্যাচার করত । প্রতিদিন অত্যাচার করত । আমাকে বলে, তোর গায়ে গন্ধ । বলেই পুকুরে ডুবিয়ে দিয়েছিল । ওদের শাস্তি চাই আমি ।"

আরও পড়ুন : Suicide : কুকুরের গায়ে চকোলেট বোমা ছোড়ার প্রতিবাদে ছেলেকে শাসানি, ধর্ষণের হুমকিতে আত্মঘাতী মা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details