বাসন্তী,28 মে : ত্রাণ শিবিরে রান্না করে খেতে দিতে হবে মাছ-মাংস-ডিম! আর তা নিয়েই ধুন্ধুমার ত্রাণ শিবিরে । ছুড়ি দিয়ে কানও কাটা হয় বলে অভিযোগ ৷ দু-পক্ষের হাতাহাতিতে গুরুতর আহত 3 । আহতরা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । বাসন্তীর 2 নম্বর রানিগড় এসএসকেএম স্কুলের ত্রাণ শিবিরের এমন ঘটনায় তাজ্জব খোদ প্রশাসন।
ঘর্ণিঝড়় যশ আছড়ে পড়ার আগেই সাবধনতাবশত উপকূলবর্তী এলাকার মানুষকে সরিয়ে নিয়ে আসা হয় ৷ রাখা হয় ত্রাণ শিবিরে ৷ সেরকমই বাসন্তী ব্লকের জোতিষপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর রানিগড় এসএসকেএম স্কুলঘরে আশ্রয় নেয় এলাকার বেশ কিছু মানুষ ৷ ঝড় থামার পর অনেকেই ফিরে গিয়েছেন ৷ তবে কয়েকজন থেকে গিয়েছেন ৷ তাদের মধ্যে গতকাল ত্রাণ শিবিরে থাকা শাহজাহান শেখ, আমিনউদ্দিন লস্কর ও রাজ্জাক লস্কর দাবি করতে থাকেন , তাঁদের কেন মাছ-মাংস-ডিম দেওয়া হবে না ৷ আর সেনিয়েই ত্রাণ শিবিরের দায়িত্বে থাকা বেশ কয়েকজন প্রতিবাদ করেন ৷ পরে তাঁদের মধ্যে বচসা বাধে ৷ শুরু হয় ইটবৃষ্টি ৷ ইটের আঘাতে গুরুতর জখমও হন প্রতিবাদীরা ৷