পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Illegal Fire Crackers: বারুইপুরে পোল্ট্রি ফার্মের আড়ালে নিষিদ্ধ শব্দবাজি কারখানার হদিশ - বেআইনি বাজি কারখানা

দত্তপুকুরের পর বারুইপুর ৷ পুলিশি অভিযান শুরু হতেই একের পর এক বাজি কারখানার হদিশ পাচ্ছে পুলিশ ৷ এবার পোল্ট্রির আড়ালে মিলল নিষিদ্ধ শব্দবাজির কারখানা ৷

Etv Bharat
বাজেয়াপ্ত করা বেআইনি বাজি

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 10:31 PM IST

পোল্ট্রি ফার্মের আড়ালে নিষিদ্ধ শব্দবাজির কারখানা

বারুইপুর, 29 অগস্ট: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর এবার নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন । ঘটনার দিন থেকেই জেলা প্রশাসনের তরফে একাধিক জায়গায় চলছে অভিযান । সেইমতো মঙ্গলবার বারুইপুরের একাধিক জায়গায় অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলা। সেই অভিযানে নিষিদ্ধ শব্দবাজির কারখানার হদিশ পাওয়া গেল বারুইপুরের চাম্পাহাটির হারালে।

একটি পোল্ট্রি ফার্মের আড়ালে দিনের পর দিন প্রশাসনের নজর এড়িয়ে চলত নিষিদ্ধ শব্দবাজির কারখানা । মঙ্গলবার বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস ও আইসি সৌমজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ওই এলাকায় হানা দেয় । তখনই ওই পোল্ট্রি ফার্ম থেকে উদ্ধার হয় কয়েক হাজার নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির বিভিন্ন সরঞ্জাম। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ঘটনার পর থেকে পলাতক বাজি কারখানার মালিক। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি ।

এই বিষয়ে বারুইপুরে এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, "সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে যে সকল জায়গায় এইরকম নিষিদ্ধ শব্দবাজি তৈরি হচ্ছে সেই সকল জায়গায় আমরা অভিযান চালাচ্ছি । চাম্পাহাটির হারালে অভিযান চালিয়ে বেশ কয়েক কেজি নিষিদ্ধ শব্দবাজি আটক করেছি আমরা । এখন এই নিষিদ্ধ শব্দবাজির কারখানার মালিকের খোঁজে আমরা তল্লাশি চালাচ্ছি । গ্রেফতার করে অভিযুক্তের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব । আগামী দিনে এইরকম অভিযান চালানো হবে বিভিন্ন এলাকায় ।"

এক একটি বিস্ফোরণের ঘটনা সক্রিয় করে তোলে প্রশাসনকে ৷ এগরার পর দত্তপুকুরের ঘটনায় ফের বেআইনি বাজি কারখানার হদিশ পেতে জেলায় জেলায় শুরু হয়েছে পুলিশি অভিযান ৷ দত্তপুকুরের ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিমি দূরেই বেশ কয়েকটি বাজি কারখানার হদিশ পেয়েছিল পুলিশ ৷ তারপর এবার পাশের জেলা দক্ষিণ 24 পরগনার বারুইপুরে খোঁজ মিলল বেআইনি বাজি কারখানার ৷

আরও পড়ুন : সস্তার চাইনিজ মশলা ও তা ব্যবহারে অজ্ঞতার কারণেই হচ্ছে বিস্ফোরণ, মত গোয়েন্দাদের

ABOUT THE AUTHOR

...view details