পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

IC-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, থানায় ঢুকে বিক্ষোভ তৃণমূলকর্মীদের

ক্যানিং থানার IC-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলল তৃণমূলকর্মীরা । আজ তার বদলির দাবিতে থানায় ঢুকে বিক্ষোভ দেখায় তারা ।

থানার সামনে বিক্ষোভ

By

Published : Jun 3, 2019, 3:02 PM IST

Updated : Jun 3, 2019, 3:10 PM IST

ক্যানিং, 3 জুন : ক্যানিং থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে থানায় ঢুকে বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেসের কর্মী, সমর্থকরা । আজ দুপুর 11 টা নাগাদ ক্যানিংয়ের 1 নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পরেশ দাসের নেতৃত্বে থানা সংলগ্ন রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করা হয় । তার কিছুক্ষণের মধ্যেই থানায় ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ।

গতরাতে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ সর্দারকে গ্রেপ্তার করে NDPS মামলায় আদালতে তোলা হয় । বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূলকর্মীরা । থানার নতুন IC মানস চৌধুরির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলে তারা । এই নতুন IC আসার পর থেকেই এলাকায় তোলাবাজি শুরু হয়েছে বলে দাবি করে তারা । শুধু তাই নয়, বালি খাদান থেকে শুরু করে দেহব্যবসা, জুয়া সাট্টা থেকেও টাকা তুলছে এই পুলিশ আধিকারিক বলে অভিযোগ তাদের । এবিষয়ে পুলিশের ওপর মহলে অভিযোগ জানিয়ে কাজ হয়নি বলে জানায় বিক্ষোভকারীরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ প্রায় দু ঘণ্টা রাস্তা অবরোধ করা হয় । পরে অবরোধ তুলে নেওয়া হলেও বিক্ষোভ চলতে থাকে । তৃণমূলকর্মীদের দাবি, ইন্দ্রজিৎ সর্দারকে না ছাড়া পর্যন্ত বিক্ষোভ চলবে এবং এই পুলিশ আধিকারিককে বদলি করতে হবে ।

এবিষয়ে ক্যানিং থানার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এবিষয়ে আমি কিছু বলব না । যা বলবে উর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে ।"

Last Updated : Jun 3, 2019, 3:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details