পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Narendrapur Attempt to Murder : স্ত্রী স্মার্ট ফোন কেনায় সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা, শ্রীঘরে স্বামী - স্ত্রী স্মার্ট ফোন কেনায় ভাড়াটে খুনী দিয়ে খুনের চেষ্টা করলেন স্বামী

স্থানীয় লোকজন ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় । তাঁর গলায় সাতটি সেলাই পড়ে । এরপর খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে । পুলিশ এসে এক দুষ্কৃতী ও আহতের স্বামীকে গ্রেফতার করে (Husband attempts to Murder wife in Narendrapur) ।

Narendrapur Attempt to Murder
স্ত্রী স্মার্ট ফোন কেনায় ভাড়াটে খুনী দিয়ে খুনের চেষ্টা করলেন স্বামী

By

Published : Jan 22, 2022, 12:46 PM IST

নরেন্দ্রপুর, 22 জানুয়ারি : টাকা জমিয়ে স্মার্ট ফোন কিনেছিলেন স্ত্রী ৷ তারপরেই দুষ্কৃতী ভাড়া করে তাঁকে খুনের চেষ্টা করলেন স্বামী ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর পেয়ারাবাগানে (Narendrapur Attempt to Murder) ।

আক্রান্ত রুপা ঝাঁ জানান, গতকাল রাতে তাঁর স্বামী রাজেশ ঝাঁ রোজকার মত ঘরে ঢোকে ৷ এরপর চাবি নিয়ে স্বামী নিজেই গেটের তালা লাগাতে যান । তালা লাগাতে দেরি হচ্ছে দেখে তা দেখতে গেলে হঠাৎ করে এক দুষ্কৃতী তাঁর মুখ চেপে ধরে । তারপরেই আরেক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাঁর দিকে তেড়ে আসে । খাটে শুইয়ে গলায় কোপ মারা হয় । তাঁর চিৎকারে লোকজন ছুটে আসে । এক দুষ্কৃতীকে ধরে ফেলে তাঁরা । তাকে জিজ্ঞাসাবাদ করে ও তল্লাশি চালিয়ে উদ্ধার হয় খড়দা থেকে আসা লোকাল ট্রেনের টিকিট (Husband attempts to Murder wife in Narendrapur) ।

এরপর স্থানীয় লোকজন ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । তাঁর গলায় সাতটি সেলাই পড়ে । এরপর খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে । পুলিশ এসে পাকড়াও হওয়া দুষ্কৃতী ও আহতের স্বামীকে গ্রেফতার করে । গৃহবধূ জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী । এমনকি প্রতিবেশীদের সঙ্গেও কথা বলতে দিত না স্বামী । কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিতেন তিনি ।

স্বামীর জন্য মোবাইল ফোনও ব্যবহার করতে পারতেন না তিনি । করোনা আবহে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় সন্তানের অনলাইনে পড়াশোনার জন্য স্বামীকে একটি স্মার্টফোন কিনে দেওয়ার কথা বলেন । স্বামী ফোন কিনে না দেওযায় নিজের জমানো টাকা থেকেই স্মার্ট ফোন কেনেন রুপা ঝাঁ । স্বামীর কাছ থেকে লুকিয়ে রাখতেন ফোন, তিনি কাজে বের হলে তারপরেই ফোন ব্যবহার করতেন । কিন্তু হঠাৎই একদিন স্ত্রীকে ফোন ব্যবহার করতে দেখে ফেলেন তিনি ৷ তারপরেই তাঁকে খুনের চেষ্টা করা হয় বলে হয় ৷

আরও পড়ুন : প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত মহিলা, প্রতিবেশী অন্তঃসত্ত্বাকেও মার

ঘটনায় এখনও পলাতক আরও এক দুষ্কৃতী । তার খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা । গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে আজ বারুইপুর আদালতে তোলা হবে । কী কারণে এই খুনের চেষ্টা, তা জানতে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details