বারুইপুর, 17 জুন: মনোনয়ন পত্র জমা করার পর প্রার্থী পদ প্রত্যাহার করতে প্রতিনিয়ত চাপ । আর মনোনয়ন প্রত্যাহার না করার জন্য এবার এক বিজেপি প্রার্থীর স্বামীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত বিজেপি প্রার্থীর স্বামীর নাম প্রশান্ত হালদার । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। ইতিমধ্যেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । মনোনয়ন পত্র প্রতাহারের জন্য বাড়িতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।
জানা গিয়েছে, শুক্রবার বিকালের দিকে বারুইপুর-ক্যানিং রোডের উত্তরভাগের কাছে ফাঁকা রাস্তায় প্রশান্তের পথ আটকায় চারজন । এরপর সেখানে অজ্ঞাত পরিচয়ের ওই চার জন বাইক থেকে নামিয়ে বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । তাঁর চিৎকারে স্থানীয় দুই ব্যক্তি উদ্ধার করে তাঁকে নিয়ে যান বারুইপুরের বিডিও অফিসের মাঠে । খবর পেয়ে দলের কর্মীরা সেখান থেকে আহত প্রশান্ত হালদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় বারুইপুর মহুকুমা হাসপাতালে । সেখানেই চিকিৎসা চলছে তাঁর । এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।