সোনারপুর, 30 মার্চ : স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার চড়ক তলায় (Husband Kills Wife in Sonarpur)। মৃতের নাম মৌসুমী বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর থেকে পলাতক স্বামী বাবু বন্দ্যোপাধ্যায় ।
স্থানীয় সূত্রে খবর, অনেকদিন ধরেই সমস্যা চলছিল মৌসুমী ও বাবুর মধ্যে। তাঁদের সন্তানও রয়েছে। তাঁরাও বাবা-মায়ের সমস্যার কথা জানত। মৌসুমী হাসি-খুশি স্বভাবের মহিলা ছিলেন। তিন-চারটি বাড়িতে কাজ করতেন তিনি। হাসিমুখে বাড়ির সব কাজ সামলাতেন তিনি। সবার সঙ্গে কথা বলতেন বলেই স্বামীর সন্দেহ ছিল তাঁর ওপর। এ নিয়ে প্রতিবেশী, আত্মীয়রা বারবার বুঝিয়েও কোনও লাভ হয়নি। তারই জেরে এই খুন বলে মনে করছে পুলিশ। সন্দেহের বশে এদিন লাঠি দিয়ে মাথা থেঁতলে খুন করে মৌসুমীকে এমনটাই অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক বাবু ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।