পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Husband Kills Wife : সোনারপুরে সন্দেহের বশে স্ত্রীকে খুন স্বামীর, পলাতক স্বামী - Husband kills wife In Sonarpur

সন্দেহের বশে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Husband Kills Wife in Sonarpur) ৷ ঘটনাটি সোনারপুর থানার চড়ক তলার।

Sonarpur News
সোনারপুরে স্ত্রীকে খুন

By

Published : Mar 30, 2022, 11:07 PM IST

সোনারপুর, 30 মার্চ : স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার চড়ক তলায় (Husband Kills Wife in Sonarpur)। মৃতের নাম মৌসুমী বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর থেকে পলাতক স্বামী বাবু বন্দ্যোপাধ্যায় ।

স্থানীয় সূত্রে খবর, অনেকদিন ধরেই সমস্যা চলছিল মৌসুমী ও বাবুর মধ্যে। তাঁদের সন্তানও রয়েছে। তাঁরাও বাবা-মায়ের সমস্যার কথা জানত। মৌসুমী হাসি-খুশি স্বভাবের মহিলা ছিলেন। তিন-চারটি বাড়িতে কাজ করতেন তিনি। হাসিমুখে বাড়ির সব কাজ সামলাতেন তিনি। সবার সঙ্গে কথা বলতেন বলেই স্বামীর সন্দেহ ছিল তাঁর ওপর। এ নিয়ে প্রতিবেশী, আত্মীয়রা বারবার বুঝিয়েও কোনও লাভ হয়নি। তারই জেরে এই খুন বলে মনে করছে পুলিশ। সন্দেহের বশে এদিন লাঠি দিয়ে মাথা থেঁতলে খুন করে মৌসুমীকে এমনটাই অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক বাবু ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

সোনারপুরে স্ত্রীকে খুন করল স্বামী

আরও পড়ুন : Son Murders Mother : নৃশংস ঘটনার সাক্ষী অশোকনগর, টাকা না দেওয়ায় মা'কে কুপিয়ে খুন করল ছেলে

আরও জানা গিয়েছে, এদিন প্রতিবেশীরা ঘরের বাইরে থেকে চাবি দেওয়া দেখে ৷ চাবি নিজের মায়ের কাছে রেখে চলে যায় বাবু ৷ এ নিয়ে প্রথমে ঝগড়ার আওয়াজ শুনেছিলেন প্রতিবেশীরা। পরে সব চুপ হয়ে যাওয়ায় সন্দেহ হয় তাঁদের ৷ বাবু বন্দ্যোপাধ্যায়ের মায়ের কাছ থেকে চাবি নিয়ে দরজা খোলেন তাঁরা। এরপর তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন মৌসুমী। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ।

ABOUT THE AUTHOR

...view details