পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নৃশংস ! সন্দেহের জেরে স্ত্রী'র গলার নলি কেটে খুন স্বামীর - গলার নলি কেটে খুন

Husband Killed Wife: বিবাহবর্হিভূত সম্পর্কে রয়েছেন স্ত্রী ৷ এই সন্দেহে গলার নলি কেটে খুন ৷ পলাতক অভিযুক্ত ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 12:54 PM IST

জয়নগর, 24 নভেম্বর: বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর, সেই সন্দেহের জেরে স্ত্রী'র গলার নলি কেটে খুন করল স্বামী। শুক্রবার এমনই নৃশংস ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার অন্তর্গত হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটার মোড় এলাকায়। মৃত গৃহবধূর নাম অপর্ণা বৈদ্য (28)। ঘটনার পর থেকে পলাতক স্বামী পরিমল ৷ অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

ঘটনাস্থলে এসে পৌঁছয় জয়নগর থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ মৃতদেহের কাছ থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরি। মৃত অপর্ণা ও পরিমলের ছেলে অয়ন বৈদ্য বলে, "প্রায় বাবা-মার মধ্যে মোবাইল ফোন কে কেন্দ্র করে ঝামেলা লেগেই থাকতো। বাবা মাকে মেরে ফেলার প্রায় সময় হুমকিও দিত। আজ আমি টিউশন পড়তে গিয়েছিলাম ৷ টিউশন থেকে যখন বাড়ি ফিরেছি ঘরের মধ্যে ঢুকে দেখি রান্নাঘরে মায়ের রক্তাক্ত দেহ পরে রয়েছে ৷ বাবা নেই ৷ কোথায় পালিয়ে গিয়েছে। আমি যখন আজ টিউশন পড়তে যাচ্ছিলাম তখনও বাবা-মার মধ্যে ঝামেলা হচ্ছিল।" এই বলে কান্নায় ভেঙে পড়ে অয়ন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 17 বছর আগে মগরাহাট এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি পরিমল বৈদ্যর (35) সঙ্গে বিয়ে হয় অপর্ণা বৈদ্যের। সম্প্রতি স্মার্টফোনে সোশ্যাল মিডিয়ায় রিলস বানাতেন অপর্ণা। তারই সুবাদে বেশ কিছু বন্ধুবান্ধব ছিল তাঁর। সেই বন্ধু-বান্ধবের সঙ্গে ফোনে গল্পে ব্যস্ত থাকতেন বলে অভিযোগ ছিল স্বামী পরিমলের ৷ তার জেরে প্রায় সময়ই বাড়িতে অশান্তি লেগেই থাকতো। অপর্ণার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে ৷ ছেলেটি সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে এবং মেয়েটি নার্সারিতে পড়ে। বেশ কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে দম্পতিদের মধ্যে অশান্তি শুরু হয়েছিল। এই অশান্তির মাঝখানে বেশ কিছুদিন স্বামীকে ছেড়ে অন্যত্র গিয়ে থাকতন অপর্ণা।

ABOUT THE AUTHOR

...view details