বারুইপুর, 20 অগস্ট:পরকীয়া (Extra Marital affair) সন্দেহে স্ত্রীর উপর পৈশাচিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর হাসপাতালে (Baruipur Hospital) চিকিৎসাধীন গৃহবধূ ।
দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) বারুইপুর থানার উত্তরভাগ দক্ষিণ পাড়ার ঘটনা । সংসারে আর্থিক অনটন থাকায় স্বামীর নির্দেশেই স্ত্রী পরিচারিকার কাজ শুরু করেন । অভিযোগ, স্ত্রী বাইরে কাজে যেতেই তাঁকে নিয়ে সন্দেহ করা শুরু করে স্বামী । স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন এই সন্দেহে তাঁকে তাঁর স্বামী বেধড়ক মারধর করত বলে অভিযোগ । সেই অত্যাচার চরম আকার নেয় বৃহস্পতিবার রাতে । অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্বামী বেধড়ক মারধর করে স্ত্রীকে ঘরের মধ্যে আটকে রাখে । গৃহবধূর বাপের বাড়ির লোক খবর পেয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে ।
মথুরাপুরের অসীমা হালদারের সঙ্গে বারুইপুর উত্তরভাগের দক্ষিণ পাড়ার বাসিন্দা আশিস প্রামাণিকের সঙ্গে 14 বছর আগে দেখাশোনা করে বিয়ে হয়েছিল । সবকিছু ঠিকঠাকই চলছিল । তাঁদের একটি 13 বছরের কন্যা সন্তানও রয়েছে । আশিস প্রামাণিক কলের মিস্ত্রির কাজ করে ৷ বেশ কিছুদিন হল আর্থিক অনটন দেখা দেওয়ায় অসীমা স্বামীর নির্দেশে পরিচারিকার কাজ শুরু করেন । কিন্তু বাড়িতে ফিরতে দেরি হলে কিংবা কোনও পুরুষের সঙ্গে কথা বললে স্ত্রীকে সন্দেহ করত আশিস ।
আরও পড়ুন:Pandabeshwar : পাণ্ডবেশ্বরে অত্যাধুনিক কার্বাইন-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত 1