ডায়মন্ড হারবার, 6 মে : পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর গলা কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Diamond Harbour Wife Murder)। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার পারুলিয়া কোস্টাল থানার কামারপোল দিঘিরপাড় এলাকায় । মৃত গৃহবধূর জাসমিনা বিবি ওরফে মহারানি (45)। অভিযুক্ত স্বামী খালেক মোল্লা (55) । ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ৷
আরও পড়ুন :Mograhat Gunshot Firing : দিনেদুপুরে মগরাহাটে গুলি করে খুন, আহত 1
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কোস্টাল থানার কামারপোল দিঘিরপাড় এলাকায় জাসমিনা ও খালেক মোল্লা থাকতেন ৷ তাঁদের 18 বছরের একটি ছেলে রয়েছে, নাম নাজিমুল ৷ ছেলে থাকে পাশেই দাদু রৌশন আলি মোল্লার কাছে ৷ প্রতিদিনের মতোই বৃহস্পতিবার রাতেও মা জাসমিনার কাছে আসেন নাজিমুল ৷ বাড়ির দরজা খুলতেই দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে আছেন জাসমিনা ৷ তা দেখে নাজিমুল চিৎকার শুরু করে দেন । তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ এরপরই খবর দেওয়া হয় পারুলিয়া কোস্টাল থানায় । খবর পেয়ে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ এসে জাসমিনাকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানান ৷
ডায়মন্ড হারবারে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে পরে দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয় । অন্যদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী খালেক মোল্লা পলাতক । পারিবারিক অশান্তির জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।