পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্য়ানিংয়ে উদ্ধার কয়েক কোটি টাকার সোনা, গ্রেফতার 2 - গ্রেফতার 2

ক্য়ানিংয়ে উদ্ধার কয়েক কোটি টাকার সোনা ৷ থুমকাঠি গ্রামের একটি বাড়ি থেকে সোনা উদ্ধার করল পুলিশ ৷ ঘটনায় গ্রেফতার 2 যুবক ৷ পুলিশ সূত্রে খবর, গুজরাত থেকে ওই বিপুল পরিমাণ সোনা চুরি করে এনেছিল ধৃতরা ৷

Wb_s24_01_canning_gujrat_incident_wbs10024
ক্য়ানিংয়ে উদ্ধার কয়েক কোটি টাকার সোনা, গ্রেফতার 2

By

Published : Apr 17, 2021, 1:33 PM IST

ক্যানিং, 17 এপ্রিল :হঠাৎ অভিযান চালিয়ে উদ্ধার কয়েক কোটি টাকার সোনা ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের থুমকাঠি গ্রামে ৷

বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকার সোনা ৷

থুমকাঠি গ্রামের বাসিন্দা বিজন হালদারের বাড়িতে যৌথ অভিযান চালায় গুজরাত পুলিশ ও ক্যানিং থানার পুলিশ ৷ বিজনের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কয়েক কোটি টাকার সোনা ৷ কীভাবে এত সোনা বাড়িতে এল, তা জানতে বিজনকে গ্রেফতার করা হয় ৷ প্রাথমিক জেরায় পুলিশকে অশোক সরকার এক যুবকের কথা জানায় বিজন ৷ পরে ধলিরবাটি গ্রাম থেকে এই অশোককেও গ্রেফতার করা হয় ৷

সোনা উদ্ধারের ঘটনায় ধৃত দ্বিতীয় যুবক ৷

পুলিশ সূত্রে খবর, অশোকের কাছ থেকেও প্রচুর সোনা উদ্ধার করা হয়েছে ৷ ধৃত দুই যুবকই মুম্বইয়ে কাজ করত ৷ তবে তাদের পেশা কী ছিল, তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন :হায়দরাবাদের বিমানবন্দরে উদ্ধার আড়াই কেজি সোনা

সম্প্রতি গুজরাতে প্রচুর পরিমাণ সোনা চুরির অভিযোগ ওঠে ৷ তদন্তে নেমে বিজনের হদিশ পায় পুলিশ ৷ তারপরই ক্যানিং থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সোনার সবটুকুই গুজরাত থেকে চুরি করে আনা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details