ডায়মন্ড হারবার, 22 জুন: মরশুম শুরু হতে না হতেই ছোট ইলিশ ধরার অবৈধ কারবার শুরু হয়ে গিয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় । সোমবার ভোররাত থেকে নামখানা ও কাকদ্বীপ মৎস্যবন্দরে খোকা ইলিশ বোঝাই বহু ট্রলার এসে ভিড়ছে । ছোট ইলিশ ভরতি আরও অনেক ট্রলার বঙ্গোপসাগর থেকে ইলিশ বোঝাই হয়ে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন ঘাটের দিকে পৌঁছচ্ছে বলে সূত্রের খবর । সরকারি নিয়মকে একরকম বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই একশ্রেণির লোভী ও অসাধু ট্রলার মালিক ও ব্যবসায়ীর এহেন কাজ করছে ৷ যার জেরে ক্ষুব্ধ মৎস্যজীবীদের একটা বড় অংশ । নিজেদের ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা ।
15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে প্রতি বছরের মতো এ বছরেও জারি ছিল সরকারি নিষেধাজ্ঞা । সেই সময়সীমা পেরোতে না পেরোতেই গত 15 জুন কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ ও ডায়মন্ড হারবার মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে পাড়ি দেয় একের পর এক ট্রলার ও ট্রলি । সরকারি নিয়ম অনুযায়ী, ইলিশ ধরার ক্ষেত্রে 90 সেন্টিমিটারের কম ফাঁসযুক্ত জাল ব্যবহার করা ও 500 গ্রামের কম ওজনের ইলিশ ধরা সম্পূর্ণ বেআইনি । কিন্তু তা না মেনেই সোমবার কাকদ্বীপ ও নামখানার মৎস্যবন্দরে সমুদ্রফেরত বহু ট্রলার ও ট্রলিতে 150 থেকে 250 গ্রাম ওজনের 30 টন ইলিশ আসে । সেগুলি রাতেই ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মাছের আড়তে বিক্রিও হয়ে যায় সঙ্গে সঙ্গে । এমন ছোট ইলিশ বোঝাই আরও ট্রলার বঙ্গোপসাগর থেকে নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, ফ্রেজারগঞ্জ-সহ বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করেছে ।