ভাঙড়, 1 ডিসেম্বর:তিনখানা টেবিলজুড়ে থরে থরে সাজানো বোমা, আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা তৈরির সরঞ্জাম ! বুধবার রাতে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তল্লাশি চালিয়ে যত পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার (Arms Recovered in Bhangar) করা হল, তাতে তাজ্জব দুঁদে পুলিশ কর্তারাও ৷ গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও প্রচুর বোমা বানানোর সামগ্রী উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, তাদের তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়েছে পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্দুক, একটি কার্তুজ, 15 কেজি বোমা বানানোর বারুদ এবং বোমা বানানোর অন্য নানা ধরনের সামগ্রী ও যন্ত্রপাতি ৷ বুধবার রাতে ভাঙড়ের নাটাপুকুরে অভিযান চালায় পুলিশ ৷ নজরুল মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয় ৷ সেখান থেকেই 15 কেজিরও বেশি বোমা বানানোর বারুদ ও বোমা বানানোর অন্য়ান্য সামগ্রী উদ্ধার করে পুলিশ ৷ এই ঘটনায় নজরুল মোল্লা ও তাঁর ছেলে শামসুদ্দিন রহমানকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে বসে বোমা বানানোর সময়েই নজরুল ও তাঁর ছেলেকে হাতেনাতে পাকড়াও করা হয় ৷ বৃহস্পতিবার বাবা-ছেলের এই জুটিকে বারুইপুর আদালতে পেশ করা হয় ৷