পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উচ্চমাধ্যমিকে ফেল করায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের - basanti police

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর থেকে বিভিন্ন স্কুলে শুরু হয়েছে পড়ুয়াদের বিক্ষোভ ৷ এদিন বাসন্তীর ঋতুভকত হাইস্কুলের পড়ুয়ারা চুনা খালি রাস্তা দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখায়। এর আগেও গত শুক্রবার শিক্ষকদের স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিল পড়ুয়ারা ৷

রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের
রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

By

Published : Jul 26, 2021, 6:23 PM IST

বাসন্তী, 26 জুলাই : করোনা পরিস্থিতিতে পরীক্ষা না হওয়া সত্ত্বেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করেছে রাজ্য শিক্ষা দফতর। মাধ্যমিক পরীক্ষায় 100 শতাংশ পাশের হার হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সকলে পাশ করতে পারেনি।

এই পরিস্থিতিতে স্কুলে স্কুলে শুরু হয়েছে পড়ুয়াদের বিক্ষোভ। এদিন বাসন্তীর ঋতুভকত হাইস্কুলের পড়ুয়ারা বাসন্তী চুনা খালি রাস্তা দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখায়। গত শুক্রবার শিক্ষকদের স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিল এই পড়ুয়ারা।

এই স্কুলের মোট 145 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন পরীক্ষার্থী পাশ করেছে, বাকি 105 জন ফেল করেছে। আবশ্যিক বিষয়ে ফেল করেছে 34 জন।

আরও পড়ুন : বেহাল রাস্তা সারানোর দাবিতে মহিষাদলে ধানের চারা পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের

শুক্রবার স্কুলে এসে এই ফেল করা ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ফল প্রকাশের পর তিনদিন কেটে গেলেও এখনও এই পড়ুয়াদের পাশ করানো হয়নি, তাই সোমবার সকাল থেকে চুনাখালি রাস্তার কলোনি মোড়ের কাছে রাস্তা অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেছে এই অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা।

প্রায় ঘণ্টা তিনেক রাস্তা অবরোধ চলে, যার ফলে যান চলাচল বন্ধ থাকে ৷ দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ জন। ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ ৷ পুলিশ পড়ুয়াদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়।

তবে ছাত্রছাত্রীরা হুঁশিয়ারি দিয়েছে, যদি আগামী দিন তাদের পাশ করানো না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে ৷

ABOUT THE AUTHOR

...view details