উস্তি ,14 মার্চ : বাড়ির পাশে নর্দমায় পশুর রক্ত ফেলার প্রতিবাদ করায় আক্রান্ত সাজিদুল মোকামি নামে কিশোর । মারধর করা হয় ওই কিশোরের প্রতিবন্ধী বাবাকেও ৷ শুক্রবার রাতে উস্তি থানা এলাকার নাজরা গ্রামের ঘটনা ।
পশুর রক্ত নর্দমায় ফেলার প্রতিবাদ, আক্রান্ত 2 - উস্তিতে আক্রান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
নাজরা গ্রামে কসাইখানার রক্ত দীর্ঘদিন ধরে অবৈধভাবে লোকালয়ের নালাতে ফেলা হচ্ছে । প্রতিবাদে মারধর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরকে ৷
স্থানীয় সূত্রে জানা যায়, নাজরা গ্রামে কসাইখানার রক্ত দীর্ঘদিন ধরে অবৈধভাবে লোকালয়ের নালাতে ফেলা হচ্ছে । এই নিয়ে এলাকার মানুষজন অনেকবার প্রতিবাদ করেছে । কিন্তু তারপরও নাকি অবৈধভাবে চলছে গ্রামের মধ্যে রক্ত ফেলার কাজ । প্রতিবাদ করায় আক্রান্ত হন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সাজিদুল মোকামি ও তার পরিবার । শুক্রবার রাতে নিত্য দিনের মতো নালাতে কসাইখানার রক্ত ফেলতে আসে মিজান মোকামি । গ্রামের মানুষ কোরোনা ভাইরাস নিয়ে সচেতন হলেও রয়েছে আতঙ্ক ৷ সেইমতো শুক্রবার রাতে সাজিদুল মোকামি পশুর রক্ত ফেলতে নিষেধ করে মিজানকে ৷ কিন্তু মোকামি তা শোনেননি ৷ এরপর বচসা শুরু হয় । তখনই মিজান মোকামি চলে যায় এবং আরও লোকজনকে ডেকে নিয়ে এসে সাজিদুল মোকামি ও তার পরিবারের লোকজনকে মারধর করে । ভাঙচুর চালায় । ঘটনায় আহত হন সাজিদুল ও তাঁর প্রতিবন্ধী বাবা রাজু মোকামি-সহ পরিবারের লোকজন ।
ঘটনায় উস্তি থানায় মিজান মোকামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাজিদুল । জনবহুল এলাকায় এভাবে দিনের পর দিন পশুর রক্ত ফেলায় পরিবেশের দূষিত হচ্ছে বলে অভিযোগ ৷