হাওড়া, 21 অক্টোবর:ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) মোকাবিলায় 24 ঘণ্টার হেল্পলাইন ও কন্ট্রোলরুম (Helpline and control room) চালু করল হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation)। সিত্রাং-কে ঠেকাতে হাওড়া পৌরনিগম 10টি সিদ্ধান্ত নিয়েছে ।
আমফান ঝড়ের মতো শক্তিশালী না হলেও সিত্রাং-এর জেরে অতি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস । আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সিত্রাং-এর দাপটে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় 70-80কিমি বেগে ঝড় বইতে পারে । কালীপুজার মুখে এই ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন ।
রাজ্য সরকারের কৃষি দফতর থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে নির্দেশিকা । আর একইরকম ভাবে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিল হাওড়া পৌরনিগমও । সিত্রাং ঘূর্ণিঝড় মোকাবিলায় হাওড়া পৌরনিগম যে 10টি সিদ্ধান্ত নিয়েছে সেগুলি হল,
1) 24 ঘণ্টা চালু থাকবে দুটি হেল্পলাইন নম্বর: 033-6292 232870, 033-6292 232871
2) পৌরনিগমের সদর দফতরে 24 ঘণ্টার জন্য কন্ট্রোলরুম খোলা হচ্ছে
3) সমস্ত বরো অফিস এবং বালি সাব-অফিসগুলিতে বিপর্যয় মোকাবিলা পরিচালনার দল তৈরি করা হয়েছে
4) সমস্ত বিপজ্জনক গাছ, ভবন এবং হোর্ডিং-এ নজর রাখবে বিপর্যয় মোকাবিলা দল