পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hanging Body Recovered: গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য - Hanging Body Recovered

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের আন্ধারিয়া গ্রামে ৷ ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত বধূর বাপের বাড়ির লোকজন ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 4:11 PM IST

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার

ক্যানিং, 28 অগস্ট: এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় । রবিবার রাতে ঘটনা ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের আন্ধারিয়া গ্রামে । মৃত বধূর নাম জয়শ্রী বিশ্বাস রাউত (20)। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে উত্তর তালদির বণিকপাড়া সংলগ্ন সাতভাইপাড়ার বাসিন্দা জয়শ্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তালদির আন্ধারিয়ার সোমেন রাউতের । বিয়েও করে তারা । দম্পতির পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে ।

আরও পড়ুন :কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমিকের পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ

মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি লতিকা রাউত ও জামাই সোমেন প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে জয়শ্রীর ওপর অত্যাচার চালাত । সেই অত্যাচার সহ্য করতে না পেরে অনেক সময় শ্বশুরবাড়ি থেকে চলে আসত । রবিবার সন্ধ্যা নাগাদ ওর শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় জয়শ্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ।

মৃত বধূর মা সুমিত্রা বিশ্বাসের দাবি, "মেয়ের ওপর প্রতিনিয়ত অত্যাচার করত তার স্বামী সোমেন ও শাশুড়ি লতিকা । এদিন সকাল থেকে মেয়ের ঘরের দরজা বন্ধ ছিল । বাড়ির লোকজন সকলেই জানত । ওরা খুন করে ঘরের মধ্যে ঝুলিয়ে দিয়ে দরজা বন্ধ করে রেখেছিল । আমার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে না । স্বামী ও শাশুড়ি বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে । ওদের চরম শাস্তি চাই ।"

ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত বধূর বাপের বাড়ির লোকজন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন :পুরাতন মালদায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ মৃতার পরিবারের

ABOUT THE AUTHOR

...view details