পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Death by Dengue: পুজোর মুখে বাড়ছে চিন্তা, ডেঙ্গিতে সোনারপুরে গৃহবধূর মৃত্যু - পুজোর মুখে বাড়ছে চিন্তা

পুজোর মুখে ডেঙ্গির সংক্রমণ দিনে দিনে চিন্তা বাড়াচ্ছে রাজ্য সরকারের ৷ একের পর এক ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে রাজ্যে ৷ এবার এক গৃহবধূর মৃত্যু হয়েছে (Death by Dengue) ৷

Housewife dies by dengue in South 24 Parganas
Housewife dies by dengue in South 24 Parganas

By

Published : Sep 27, 2022, 12:05 PM IST

সোনারপুর, 27 সেপ্টেম্বর: রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে । এবার মৃত্যু হল এক গৃহবধূর (Housewife dies by dengue) ৷ মৃতের নাম মৌমিতা ভট্টাচার্য । সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ সেখানেই এদিন মৃত্যু হয় মৌমিতার ।

জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) জয়নগর মজিলপুরের বাসিন্দা মৌমিতা ভট্টাচার্যের বেশ কিছু দিন ধরেই জ্বর হচ্ছিল । কয়েকদিন বাড়িতে থাকার পর তাঁর ডেঙ্গি পরীক্ষা করানো হয় । 24 সেপ্টেম্বর তাঁর ডেঙ্গি ধরা পড়ে । পরিবারের পক্ষ থেকে তাঁকে সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে তিন দিন ভর্তি থাকেন মৌমিতা । কিন্তু ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । প্লেটলেট কমতে থাকে । চিকিৎসাতেও সাড়া দিচ্ছিলেন না। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় । এরপরেই সোমবার রাতে মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন:পুজোর মুখে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ, শনিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা 635

বছরখানেক আগেই বিয়ে হয়েছিল মৌমিতার । মৌমিতার হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার ও পরিজনেরা । রাজ্যের একাধিক জেলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গি । ডেঙ্গির বাড়বাড়ন্তের তথ্য সামনে আসতেই পৌরসভাগুলিও রোগ দমনে তৎপর হয়েছে । এলাকার জমা জল, নোংরা সাফাই থেকে শুরু করে মশা-কীটনাশক দমন স্প্রে করা হচ্ছে । পুজোর আগে পৌরসভার সাফাই কর্মীদের ছুটিও বাতিল হয়ে গিয়েছে । পৌরসভাগুলির পক্ষ থেকে সচেতনামূলক প্রচারও করা হচ্ছে । তবুও ডেঙ্গি সংক্রমণের হার এখনও সন্তোষজনক নয় রাজ্যে ।

ABOUT THE AUTHOR

...view details