সোনারপুর, 27 সেপ্টেম্বর: রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে । এবার মৃত্যু হল এক গৃহবধূর (Housewife dies by dengue) ৷ মৃতের নাম মৌমিতা ভট্টাচার্য । সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ সেখানেই এদিন মৃত্যু হয় মৌমিতার ।
জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) জয়নগর মজিলপুরের বাসিন্দা মৌমিতা ভট্টাচার্যের বেশ কিছু দিন ধরেই জ্বর হচ্ছিল । কয়েকদিন বাড়িতে থাকার পর তাঁর ডেঙ্গি পরীক্ষা করানো হয় । 24 সেপ্টেম্বর তাঁর ডেঙ্গি ধরা পড়ে । পরিবারের পক্ষ থেকে তাঁকে সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে তিন দিন ভর্তি থাকেন মৌমিতা । কিন্তু ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । প্লেটলেট কমতে থাকে । চিকিৎসাতেও সাড়া দিচ্ছিলেন না। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় । এরপরেই সোমবার রাতে মৃত্যু হয় তাঁর ।