পারিবারিক অশান্তির জেরে বধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে ভাঙড়, 19 ডিসেম্বর: পারিবারিক অশান্তির জেরে খুন হলেন গৃহবধূ ৷ সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার মাধবপুর এলাকায় ৷ মৃত ওই গৃহবধূর নাম জাহানারা বিবি ৷ এই ঘটনায় বধূর দেওর হালিম মোল্লার বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ৷ ভাঙড় থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, বারইপুর চম্পাহাটি এলাকার বাসিন্দা জাহানারা বিবির সঙ্গে বিয়ে হয় ভাঙড় মাধবপুর এলাকার বাসিন্দা আনোয়ার আলি মোল্লার ৷ বিয়ের প্রায় 13 বছর কেটে গিয়েছে ৷ ওই দম্পতির চার সন্তান রয়েছে ৷ সোমবার বাড়ির মধ্যে ইলেকট্রিকের তার টাঙানো নিয়ে পারিবারিক বিবাদ হয় ৷ অভিযোগ, সেই বিবাদের জেরে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে তার দেওর ৷
মৃত জাহানারা বিবির মা ও দিদির অভিযোগ, পুরনো আক্রোশের জেরেই দেওর ওই বধূকে খুন করেছে ৷ রক্তাক্ত অবস্থায় বধূকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ভাঙড় থানার পুলিশ ৷
এই ঘটনায় অভিযুক্ত ওই দেওর হালিম মোল্লাকে গ্রেফতার করেছে ভাঙড় থানা পুলিশ ৷ এর পাশাপাশি ঠিক কী কারণে খুন, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এ বিষয়ে মৃত গৃহবধূর দিদি রুকসানা বিবি বলেন, "বোনের মেজ দেওর হালিম অনেকদিন ধরেই আমার বোনকে মারবে হুমকি দিয়েছিল ৷ এর আগেও অত্যাচার করেছে ৷ গর্ভবতী অবস্থায় পেটে লাথি মেরেছে ৷ এদিন ইলেকট্রিকের তার টাঙানোর সময় দেওর ও তার বাবার মধ্যে বচসা বাধে ৷ দেওর হালিম ওর বাবাকে মারধর করছিল ৷ তখন আমার বোন ওকে থামাতে যায় ৷ সেই সময় হালিম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আমার বোনকে ৷" অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷
আরও পড়ুন:
- সম্পত্তির লোভে একই পরিবারের ছ'জনকে খুন, আটক অভিযুক্ত
- রেললাইন থেকে যুবকের দ্বিখণ্ডিত দেহ উদ্ধার, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের
- বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, পলাতক স্বামী