কুলপি, 2 অগস্ট: নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলায় কুলপি বিধানসভার গায়েন পাড়া এলাকায় প্রায় 200 মিটার অঞ্চলজুড়ে হুগলি নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে ৷ জলের তীব্র স্রোতের কারণে বাঁধের মাটি ধুয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় গ্রামের বাসিন্দারা ৷ তবে, শুধু কুলপি বিধানসভার গায়েন পাড়া এলাকা নয় ৷ দক্ষিণ 24 পরগনার নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধগুলির অবস্থা ভয়ংকর হয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ মূলত গত দু’দিনের লাগাতার বৃষ্টি ও পূর্ণিমার ভরা কোটালের জলোচ্ছ্বাসের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷
স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার রাত থেকেই এই ভাঙন শুরু হয়েছে ৷ গায়েন পাড়া এলাকায় প্রায় 200 মিটার বাঁধের অনেকটা অংশ নদীগর্ভে চলে গিয়েছে ৷ পূর্ণিমার প্রভাব যতক্ষণ থাকবে এই জলোচ্ছ্বাস কমার নয় ৷ তার উপর অতি গভীর নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টিতে নদীতে জল বেড়েছে ৷ ফলে অস্থায়ী বাঁধগুলির উপর চাপ ক্রমশ বাড়ছে ৷ গায়েন পাড়া গ্রামের মানুষের দাবি, আজও একইভাবে বৃষ্টি হতে থাকলে এবং জলোচ্ছ্বাস না-কমলে নদী বাঁধ পুরোপুরি ভেঙে যাবে ৷ এর ফলে হুগলি নদীর জলে পুরো এলাকা ভেসে যেতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা ৷ নদীর নোনা জলে চাষের জমির ক্ষতি হওয়ার আশঙ্কাও করা হচ্ছে ৷