জয়নগর, 17 নভেম্বর: ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জয়নগরের বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি লস্করপাড়া গ্রাম । দক্ষিণ বারাসতের সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে গ্রামে ফিরছেন মহিলা ও শিশুরা । তৃণমূল নেতা খুনের জেরে দুষ্কৃতীদের তাণ্ডবে সোমবার থেকে যে গ্রাম শ্মশানের চেহারা নিয়েছিল, তা-ই যেন শুক্রবার সকাল থেকে পুনরায় জেগে উঠছে । গোটা গ্রাম এখনও পুরুষশূন্য হলেও গ্রামের ঘরছাড়া মহিলারা ধীরে ধীরে বাড়ি ফিরছেন । তবে ঘরে ফিরলেও, সেখানে চালচুলো কিছুই নেই ৷ নেই মুখে দুমুঠো খাবার তোলার সংস্থান ৷ শুধু পড়ে রয়েছে ঘরবাড়ি, জিনিসপত্রের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ৷
ঘরে কোনও কিছুই অবশিষ্ট নেই ৷ প্রায় সবকিছুই পুড়ে খাক ৷ গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সিপিএম দলের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেওয়া হয়েছে । বিডিও অফিস থেকে ঘরে ফেরা মহিলাদের সাহায্য হিসেবে দেওয়া হয়েছে হাঁড়ি, বাসন, চাল ,ডাল-সহ কিছু জিনিস ৷ তিনদিন পর নিজেদের বাড়িতে ফিরলেও দিশেহারা পরিস্থিতি ঘরে ফেরা মহিলাদের । বাড়ির পুরুষেরা কোথায়, তার কোনও হদিশ নেই ৷ চাল, ডাল রয়েছে, কিন্তু আগুনের কোনও ব্যবস্থা নেই । উনুন বলতে কিছু নেই ৷ কার্যত শিশুদের নিয়ে অনাহারে কাটাতে হচ্ছে তাঁদের ।
স্থানীয় বাসিন্দা রেহানা লস্কর বললেন, "ঘটনার পর থেকে গ্রামের পুরুষেরা কোথায় গিয়েছে জানি না । তৃণমূলের লোকেরা এসে আমাদের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে । প্রাণভয়ে আমরা সিপিএমের পার্টি অফিসে আশ্রয় নিয়েছিলাম । পার্টি অফিস থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে ৷ আমরা গ্রামে ফিরেছি । গ্রামে এসে দেখি রান্না করার জন্য যে আগুনের প্রয়োজন বা উনুনের প্রয়োজন সেই উনুন নেই । রান্না করব কীসে ? আবারও অভুক্ত থাকতে হবে আমাদের ।"