পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

4 দিন পর দলুয়াখাকি গ্রামের ঘরপোড়াদের কাছে এল সরকারি সাহায্য - Homeless people

Joynagar Political Clash: অগ্নিকাণ্ডের ঘটনার 4 দিন পর জয়নগরের দলুয়াখাকি গ্রামের ঘরপোড়াদের কাছে এসে পৌঁছল সরকারি সাহায্য ৷ ক্ষোভ দানা বেঁধেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে ৷

Joynagar Political Clash
ঘরপোড়াদের কাছে এল সরকারি সাহায্য

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 8:09 PM IST

জয়নগর, 17 নভেম্বর:জয়নগরের দলুয়াখাকিতে অগ্নিসংযোগের ঘটনায় ঘরপোড়া মানুষদের কাছে চার দিন পর এসে পৌঁছল সরকারি সাহায্য ৷ আজ সরকারি আধিকারিকরা গ্রামে গিয়ে স্থানীয়দের হাতে তুলে দিলেন কম্বল, ত্রিপল, জামাকাপড় ৷ তবে থাকার জন্য বাড়িই নেই, তাই এই সাহায্য নিয়ে কী লাভ হবে, এই প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা ৷

গত সোমবার তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের পর অগ্নিগর্ভ পরিস্থিতি হয় জয়নগরে । বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রামে একের পর এক সিপিএম সমর্থকের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ প্রাণের ভয়ে শিশুদের নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যান গ্রামের মহিলারা । তাঁদের একাংশ পরিবারকে নিয়ে আশ্রয় নেন দক্ষিণ 24 পরগনার জয়নগরের দক্ষিণ বারাসতের সিপিএম পার্টি অফিসে । সেখানে টানা দু'দিন ছিলেন তাঁরা । এরপর ধীরে ধীরে তাঁরা ঘরে ফিরতে শুরু করেন ৷ ছন্দে ফিরতে শুরু করে দলুয়াখাকি গ্রাম । গ্রামের মহিলাদের অনেকেই শিশুদের নিয়ে গ্রামে ফিরেছেন । তবে এখনও পর্যন্ত এই গ্রাম পুরুষশূন্য । গ্রামের কোনও পুরুষের দেখা নেই ।

বাড়ির মহিলারা বাড়ি ফিরে দেখেন মাথার উপর ছাদ নেই ৷ সব পুড়ে খাক হয়ে গিয়েছে ৷ দলের তরফে কিছু সাহায্য পেলেও কোনও সরকারি সাহায্য না মেলায় ক্ষোভ জন্মেছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের মনে । অবশেষে অগ্নিকাণ্ডের ঘটনার চারদিন পর শুক্রবার দলুয়াখাকি গ্রামে পৌঁছল রাজ্য সরকারের ত্রাণ ।

কম্বল, জামাকাপড়, বাসনপত্র নিয়ে আজ দলুয়াখাকি গ্রামে আসেন সরকারি আধিকারিকরা । কিন্তু গ্রামবাসীদের যে মাথার উপর থেকে ছাদটাই হারিয়ে গিয়েছে । বাড়ি-ঘর ভাঙা । পুড়ে গিয়েছে বাড়ির ছাউনি । সেখানে শুধু জামাকাপড়, বাসনপত্র দিয়ে কী হবে ? এই প্রশ্ন তুলছেন গ্রামবাসীরাই । জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সামনে কেঁদে ফেলেন তাঁরা । এক মহিলা বলেন, "বাড়ি-ঘর পুড়ে গিয়েছে । খাবার জন্য কিছু দেয়নি । ত্রিপল আর এই কয়েকটা জিনিস দিয়ে আমরা কী করব !"

এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "চারদিন পরে সরকারি সাহায্য পাচ্ছেন গ্রামবাসীরা । গ্রামবাসীদের সাহায্য করার জন্য আমরা গিয়েছিলাম ৷ কিন্তু পুলিশ আমাদের আটকে দিয়েছে । তৃণমূলের উচিত ছিল রাজনৈতিক রং ভুলে গিয়ে এই গৃহহীনদের পাশে এসে দাঁড়ানো । কিন্তু নিজেরা সাহায্য করতে এল না এবং অন্য কোনও রাজনৈতিক দলকেও এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই দিল না ।"

আরও পড়ুন:

  1. 'উনুন নেই রান্না করব কীসে ? আজও অভুক্ত থাকতে হবে !' জয়নগরে গ্রামে ফিরে দিশেহারা ঘরছাড়া মহিলারা
  2. জয়নগরে পুলিশের বাধার মুখে সুজন-নওশাদ, পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি

ABOUT THE AUTHOR

...view details