প্রেমিককে মেরে ঝুলিয়ে দিল প্রেমিকার পরিবার বারুইপুর, 10 মার্চ:প্রণয়ঘটিত কারণে বারুইপুরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে খুনের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে সাউথ গড়িয়া অঞ্চলের নরিদানা বাগানি পাড়া এলাকায়। মৃত ওই পরীক্ষার্থীর নাম দেবব্রত বাগানী (17)। দেবব্রত'র মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া (Higher Secondary Student Got Killed by His Lovers Family) ৷
মদারাট অঞ্চলের শিমলেবাদ এলাকার এক কিশোরীর (উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বছর সতেরোর দেবব্রত'র। দু'জনে একসঙ্গে বেগমপুর জ্ঞানদাপ্রসাদ হাইস্কুলে পড়াশোনা করত। তাদের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি প্রেমিকার পরিবার। অভিযোগ, বৃহস্পতিবার রাতে দেবব্রতর বাড়িতে চড়াও হয় প্রেমিকার পরিবারের লোকজন। দেবব্রতর পরিবারের লোকজন বাধা দিতে এলে তাঁদেরকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় ৷ এরপর তাঁদের মারধোর করে আটকে রাখার অভিযোগ ওঠে।
মৃত পরীক্ষার্থী দেবব্রত বাগানী দেবব্রতকে মারধোর করার পাশাপাশি খুন করে বাড়িতেই ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান হওয়ায় দেবব্রত'র বাড়ির লোকজনের আর্তচিৎকার শুনতে পাননি প্রতিবেশীরা l প্রেমিকার বাড়ির লোকজন চলে গেলে, দেবব্রতকে নিয়ে পরিবারের লোকজন বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার দুপুরে দেবব্রত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস ও বারুইপুর আইসি সৌমজিৎ রায়। এ বিষয়ে এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস বলেন, "একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দেবব্রতর পরিবারের লোকজন অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।"
আরও পড়ুন:ত্রিকোণ প্রেমের জেরে ধর্ষণ করে খুন, কৃষ্ণনগরের ঘটনায় অভিযোগ মৃতার পরিবারের
দেবব্রত'র পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার পাড়াতেই একটি বিয়ে বাড়ি ছিল। সেই সুযোগ নিয়ে 25 থেকে 30 জন চড়াও হয় দেবব্রতর বাড়িতে। বাড়িতে ভাঙচুর চালানোও হয় বলে অভিযোগ। আটকে রাখা হয় বাড়ির লোকজনকেও। দেবব্রতর বাড়ির অভিযোগ একাধিকবার মেয়েটির দাদা তাকে হুমকি দেয়। দেবব্রতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। তাঁদের অভিযোগ মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ছেলেকে। দেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।