কাকদ্বীপ, 20 অক্টোবর : লক্ষ্মীপুজোর আগে থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বেসুরো বরুণদেব । অবিরাম বৃষ্টি হয়েছে রাজ্যে । টানা বৃষ্টির জেরে মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের । অগ্নিমূল্য জিনিসপত্র ৷ কার্যত অল্পস্বল্প বাজারেই সন্তুষ্ট থাকতে বাধ্য হচ্ছেন গৃহস্থেরা । নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক বাজার সংলগ্ন এলাকা । কার্যত জমা জলের উপরেই দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা ।
বিভিন্ন মৃৎশিল্পীদের কাছে পর্যাপ্ত পরিমাণে প্রতিমা থাকলেও দেখা মেলেনি ক্রেতাদের ৷ এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৃৎশিল্পীরা । গত বছরের তুলনায় এবছর প্রতিমা তৈরি করতে যে পরিমাণ খরচ হয়েছে কার্যত তার থেকে কম দামে বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখতে চাইছে ব্যবসায়ীরা । বরুণদেবের চোখ-রাঙানিতে আতঙ্কিত ক্রেতা-বিক্রেতারা । মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, গোসাবা, ক্যানিং, পাথরপ্রতিমা, রায়দিঘি, বারুইপুর সহ জেলার বিভিন্ন বাজারগুলিতে সকাল থেকে দেখা মেলেনি ক্রেতাদের । কিছুটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চোখে পড়ে ক্রেতারা অল্পস্বল্প বাজার করে বাড়ি মুখো হন । এক নজরে জেনে নিন জেলার বিভিন্ন বাজারগুলিতে ফল থেকে সবজির বাজার দর রয়েছে তার তালিকা,
আপেল 60-100 টাকা ৷
নাসপাতি 80-100 ৷