ডায়মন্ড হারবার, 17 অক্টোবর :পুজো কাটতে না কাটতে আবারও জোড়া নিম্নচাপের দাপট ৷ ফের ঘনাচ্ছে দুর্যোগের মেঘ ৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, 17 অক্টোবর থেকে টানা তিনদিন (19 অক্টোবর, 2021 পর্যন্ত) দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে ৷ যার জেরে উত্তাল থাকবে সমুদ্র ৷ তাই মৎস্যজীবীদের এই তিনদিন সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন :fishermen warning : ফের দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে ৷ এই নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে ৷ ক্রমে সেটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে ৷ এর জেরেই দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় আবহাওয়ার অবনতি ঘটবে ৷ যার লক্ষণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে ৷ কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ৷ আবহবিদদের হিসেব বলছে, ক্রমে পরিস্থিতি আরও খারাপ হবে ৷ দাপট বাড়বে ঝোড়ো হাওয়ার ৷ সঙ্গে বাড়বে বৃষ্টি ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে ৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ৷