ক্যানিং, 6 ফেব্রুয়ারি :ক্যানিং স্টেশন চত্বরে হকার বসতে না দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা ৷ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে কয়েকশো হকার বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখায় ।
অনেকদিন ধরেই ক্যানিং স্টেশন চত্বরে রেলের জমিতে জবরদখল নির্মাণ বেড়েই চলেছে । আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রেলের জমিতে অবৈধ ভাবে চলছে পাকা ঘরবাড়ি নির্মাণ । পাশাপাশি ক্যানিং প্লাটফর্মের উপর অবৈধ দোকানপাটের সংখ্যাও বেড়েই চলছিল । যার কারণে নিত্যযাত্রীরা ট্রেনে ধরতে এবং প্লাটফর্মের উপর যাতায়াতে চরম দুর্ভোগে মধ্যে পড়েন । যাত্রী সাধারণের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় স্টেশন চত্বরে হকারদের উচ্ছেদ করা হবে । সেই মোতাবেক আজ রেল কর্তৃপক্ষ মাইকিং করে অনুরোধ করে বলেন যাঁরা প্লাটফর্মের উপর অবৈধ ভাবে জবরদখল করে দোকানপাট নির্মাণ করেছে তাঁরা যেন রেলের জমি থেকে উঠে যায় । আর এই মাইকিঙের পরই যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কয়েকশো হকার ক্যানিং স্টেশন চত্বরে বিক্ষোভ দেখায় ।