ক্যানিং, 3 জুন : প্রেমিকার মৃত্যুর এক সপ্তাহের মধ্যে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল । মৃত যুবকের নাম আকাশ মণ্ডল(27) । পরিবারের দাবি, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আকাশ । ক্যানিং থানার এক নম্বর দিঘির পাড় অঞ্চলের ঘটনা ।
প্রেমিকার মৃত্যুর 1 সপ্তাহ পর উদ্ধার যুবকের দেহ - youth
বাড়ি থেকে সম্পর্ক মানেনি । তাই প্রেমিকার মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই ঘর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ ।
![প্রেমিকার মৃত্যুর 1 সপ্তাহ পর উদ্ধার যুবকের দেহ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3457407-thumbnail-3x2-akash.jpg)
মৃত আকাশ
অভিযোগ, বাড়ি থেকে আকাশের সঙ্গে সম্পর্ক মেনে না নেওয়ায় এক সপ্তাহ আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তার প্রেমিকা । আকাশের পরিবারের অভিযোগ, তারপর থেকেই টাকা না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিত প্রেমিকার পরিবার । আর তা থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করে আকাশ । যার জেরে আজ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে । পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।