ভাঙড়, 10 জুন: ফের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সরকারি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির হিসাবরক্ষক বিদ্যুৎ ঘোষকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 ব্লক চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ৷
অভিযোগ, তৃণমূল নেতা শওকত মোল্লা ও আরাবুল ইসলামের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। প্রশাসন সূত্রে খবর, শনিবার সকাল থেকে ভাঙড় 2 ব্লক প্রশাসনের কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছিল। তৃণমূল নেতৃত্বের নিষেধ থাকায় কোনও তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি। তবে এরই মাঝে চালতাবেড়িয়া এলাকার আইএসপ্রার্থী সাহিন কাদির ব্লকে গিয়ে ডিসিআর কাটেন এবং মনোনয়ন জমা দেন। তাঁর কাছ থেকে মনোনয়ন সংক্রান্ত কাগজপত্র জমা নেন বিদ্যুৎ ঘোষ।
তারপরেই ঘটে বিপত্তি ৷ আইএসএফ নেতার মনোনয়ন কেন জমা নিয়েছেন, সেই প্রশ্ন তুলে বিদ্যুৎ বাবুর ওপর চড়াও হন চালতাবেড়িয়া এলাকার তৃণমূল নেতা রাজ্জাক মোল্লা। অভিযোগ, অফিসের মধ্যে সবার সামনেই তিনি ওই অফিসারের শার্ট ধরে টানা হেঁচড়া করেন, তাঁকে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি মারেন। ঘটনার সময় অফিস চত্বরেই উপস্থিত ছিলেন কাশীপুর থানার বড়বাবু, মেজবাবু, বিডিও, শওকত ও আরাবুল। রাজ্জাকের মারের চোটে বিদ্যুৎ বাবুর গেঞ্জি ছিঁড়ে যায়, নাক ফেটে যায় বলে অভিযোগ। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়েছেন অভিযুক্ত রাজ্জাক মোল্লা ৷