ভাঙড়, 16 জুন: সন্ত্রাসের শিকার হয়েছে পশ্চিমবঙ্গের শান্তি ও গণতন্ত্র ৷ তাই বাংলার শান্তি প্রিয় নাগরিকদের তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ জানালেন, শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করাতে তিনি সবরকম ব্যবস্থা নেবেন ৷ বৃহস্পতিবার পঞ্চায়েতের মনোনয়ন পেশের শেষদিনে রক্তাক্ত হয়েছে ভাঙড় ৷ প্রাণ হারিয়েছেন 3 জন ৷ নির্বাচনকে ঘিরে এই হিংসার নিন্দা করেছেন তিনি ৷ আজ ভাঙড়ে নিহতদের পরিবার ও আক্রান্ত বিরোধী প্রার্থীদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল ৷
আগামী 8 জুলাই একদফার পঞ্চায়েত নির্বাচন ৷ গ্রামীণ বাংলার ত্রিস্তরীয় শাসন ব্যবস্থার সবচেয়ে বড় উৎসবে মনোনয়নেই রক্ত ঝড়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ প্রাণ গিয়েছে শাসক-বিরোধী উভয়পক্ষের কর্মীদের ৷ এই পরিস্থিতিতে আগেই উদ্বেগপ্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আর আজ তিনি নিজে ভাঙড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন ৷ শুধু দেখলেন না, প্রতিশ্রুতি দিয়ে এলেন বাংলার শান্তি প্রিয় মানুষজনকে নাগরিক অধিকার ফিরিয়ে দেবেন ৷ সেই সঙ্গে গতকালের ঘটনার নিন্দায় তিনি বলেন, ‘‘সন্ত্রাসের শিকার হয়েছে পশ্চিমবঙ্গের শান্তি ও গণতন্ত্র ৷’’