গোসাবা, 19 অগস্ট : সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নৌকায় করে পৌঁছে যাচ্ছে দুয়ারে সরকার ৷ বিশেষত রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে এই তৎপরতা দেখা যাচ্ছে সুন্দরবন জেলা প্রশসানের তরফে ৷ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লেখাতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে ৷ আর তাই দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এই পরিষেবা পৌঁছে দিতে নৌকায় করে সরকারি আধিকারিকদের পাঠানো হচ্ছে ৷
ভোট মিটে যাওয়ার পর, ফের একবার দ্বিতীয় দফায় রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি ৷ যেখানে প্রতিটি অঞ্চলে ক্যাম্প করে সরকারি সুবিধা পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার ৷ সেইমতো দক্ষিণ 24 পরগনায় দুয়ারে সরকারের শিবির শুরু হয়েছে । গোসবা, বারুইপুর, সোনারপুর, ক্যানিং, নামখানা, পাথরপ্রতিমা, ডায়মন্ডহারবার-সহ বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারের এই শিবিরগুলিতে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ৷ নিবার্চনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে তফসিলি জাতি-উপজাতির বিবাহিত মহিলাদের 1 হাজার টাকা এবং জেনারেল কাস্টের বিবাহিত মহিলাদের জন্য 500 টাকা করে দেওয়া হবে ৷ সেইমতোই শুরু হয়েছে ফর্ম বিলি ৷