গোসাবা, 6 মে : যুব তৃণমূল নেতাকে বেধড়ক মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানা এলাকায় ৷ এখানে বড় মোল্লাখালিতে রাধানগর তারানগর অঞ্চলে যুব তৃণমূল নেতা হাসান মোল্লার (29) উপর হামলা চালানো হয় (Gosaba TMC ledader Hasan Mollah allegedly attacked by BJP cadre in Bara Molla Khali South 24 paraganas) ৷
হাসান যখন রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতে যাচ্ছিলেন, সেই সময় বড় মোল্লাখালির কাছে কয়েকজন দুষ্কৃতী লাঠি, রড, বাঁশ নিয়ে হাসানের উপর চড়াও হয় । স্থানীয়রা চিৎকার চেঁচামেচি করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ এরপর বাসিন্দারা জখম হাসান মোল্লাকে উদ্ধার করে ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ আক্রান্তের স্ত্রী আমিনা মোল্লা জানিয়েছে, দুষ্কৃতীরা অনেক দিন ধরেই তাঁর স্বামীকে মারার পরিকল্পনা করছিল ৷ তিনি বলেন, "ওরা ভয় দেখাচ্ছিল, কিন্তু এরকম ভাবে হঠাৎ মারধর করবে, তা বুঝতে পারিনি ৷"