পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অমিত শাহ সভার আগে কাকদ্বীপ-নামখানা জুড়ে 'গো ব্যাক' পোস্টার এসএফআইয়ের - অমিত শাহর সফর

বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের তরফে কাকদ্বীপের বিভিন্ন রাস্তায় অমিত শাহ-র বিরুদ্ধে পোস্টার পড়েছে । কোথাও বেকারদের চাকরির দাবি, আবার কোথাও হিংসা না ছড়ানোর আর্জি জানিয়ে পোস্টার ও রাস্তার উপর লেখা হয়েছে । বিজেপির তরফে এর তীব্র সমালোচনা করা হয়েছে ।

কাকদ্বীপে অমিত শাহ-র বিরুদ্ধে বাম ছাত্র সংগঠনের পোস্টার
কাকদ্বীপে অমিত শাহ-র বিরুদ্ধে বাম ছাত্র সংগঠনের পোস্টার

By

Published : Feb 18, 2021, 12:21 PM IST

নামখানা, 18 ফেব্রুয়ারি : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সভার আগে পোস্টার ঘিরে উত্তেজনা । বামেদের তরফে কাকদ্বীপ জুড়ে 'গো ব্যাক' পোস্টার পড়ল । কোটি কোটি বেকার যুবককে চাকরি না দেওয়ার অভিযোগে 'গো ব্যাক' স্লোগানের পোস্টার পড়েছে ।

কাকদ্বীপ থেকে নামখানা পর্যন্ত রাস্তার দু'ধারে বিভিন্ন জায়গায় পোস্টার পড়ায় ক্ষুব্ধ এলাকার বিজেপি কর্মীরা । এর পরিপ্রেক্ষিতে কাকদ্বীপের সিপিআইএম নেতা মিতেন্দ্র ভুঁইঞা বলেন, "বামেদের ছাত্র সংগঠন নিজেদের দাবি নিয়ে পোস্টার লাগিয়েছে । তৃণমূলের মতো এলাকায় দলীয় পতাকা দিয়ে অমিত শাহকে স্বাগত জানায়নি । মোদি সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হয়নি । বেকারত্বের সমস্যা নিয়ে এই পোস্টার ।"

আরও পড়ুন :শহরে অমিত, দিনভর কখন কোথায় শাহি-শো...

অন্যদিকে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ হালদার বলেন, "খুবই নিন্দনীয় ঘটনা । দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে গো ব্যাক স্লোগান দিয়ে নোংরা রাজনীতি করছে সিপিআইএম । আগে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতাকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দিয়ে নোংরা রাজনীতি করত তৃণমূল । এখন বামেরা সেটা করছে ।"

অমিত শাহ-র বিরুদ্ধে বাম ছাত্র সংগঠনের পোস্টার

ABOUT THE AUTHOR

...view details