জয়নগর, 4 অগস্ট: চশমার কাঁচের পাওয়ার দেওয়ার প্রাথমিক পর্যায়ের কাজ হয় ছোট ছোট কারখানায় । দক্ষিণ 24 পরগনার জয়নগর বিধানসভার জয়নগর এলাকায় বেশ কিছু এ ধরনের ছোট ছোট চশমার কাঁচ তৈরির কারখানায় কাজ করতেন এলাকার বহু মানুষ (Glass Lenses Workers Losing Jobs) । একটা সময় রমরমিয়ে চলত এই কারবার । কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তির ফাইবার লেন্স বাজার দখল করায় দুশ্চিন্তায় পড়েছেন কারখানার মালিক থেকে কর্মচারীরা ।
কাঁচের মতোই স্বচ্ছ ফাইবার লেন্স একদিকে যেমন পালকের মত হালকা ঠিক তেমনই আনব্রেকেবেল অর্থাৎ কোনও কারণে চশমা হাত থেকে পড়ে গেলে লেন্স ভাঙার কোনও সম্ভাবনাই নেই । দাম অবশ্য একটু বেশি । তাই এখন বেশিরভাগ মানুষই কাঁচের পরিবর্তে ফাইবার লেন্সের চশমা করায় বেশি আগ্রহী । ফলে খুব স্বাভাবিকভাবে কাঁচের ব্যবহার কমে আসায় বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা কাঁচের লেন্স তৈরির কারখানা । কাজ হারাচ্ছেন এলাকার বহু মানুষ ।
কারখানার এক কর্মী সুশীল হালদার জানালেন, এই কাঁচের পাওয়ার আগে কলকাতার বাজারেও যেত ৷ কিন্তু বাজারে একপ্রকার ফাইবারের লেন্স আসায় সমস্যায় পড়েছে কর্মীরা ৷