পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Maheshtala Incident: গৃহপ্রবেশের সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা, আবাসনের ন'তলা থেকে পড়ে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট্ট অন্বেষা - নতলা থেকে পড়ে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট্ট অন্বেষা

ন'তলার অগ্নি নির্বাপণের জরুরি অবতরণের গহ্বর থেকে নীচে পড়ে গুরুতর জখম বছর আটের অন্বেষা ঘোষ (Girl falls down from ninth floor at Maheshtala apartment) ৷ আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব অন্যান্য আবাসিকরা।

Maheshtala Incident
আবাসনের ন'তলা থেকে পড়ে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট্ট অন্বেষা

By

Published : Dec 2, 2022, 9:41 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: নতুন ফ্ল্যাটে প্রবেশের দিনেই চরম বিপত্তি ৷ গৃহপ্রবেশের সন্ধ্যায় মহেশতলায় (Maheshtala) আবাসনের ন'তলার দমকল বিভাগের জন্য তৈরি জরুরি অবতরণের গহ্বর থেকে নীচে পড়ে গুরুতর জখম বছর আটের অন্বেষা ঘোষ (Girl falls down from ninth floor at Maheshtala apartment) ৷ আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব অন্যান্য আবাসিকরা। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছোট্ট অন্বেষা ৷

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মহেশতলার একটি অভিজাত বহুতল আবাসনে ৷ পেশায় সরকারি চাকুরিজীবী গৌতম ঘোষ ও তাঁর পরিবার নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজো উপলক্ষে একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। পরিবার সূত্রে খবর, গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলছিল অন্বেষা ৷ সে সময় অগ্নি নির্বাপণের জরুরি অবতরণের গহ্বরে লুকনোর চেষ্টা করতে গিয়েই দুর্ঘটনার সম্মুখীন হয় অন্বেষা ৷ তাঁর সঙ্গে থাকা আরেকটি বাচ্চা নিজেকে সামলে উঠে আসতে পারলেও পড়ে যায় অন্বেষা।

আরও পড়ুন:কলকাতার হোটেলে যুবতীকে গণধর্ষণ, গ্রেফতার 3 বাংলাদেশি

আবাসিকদের সহায়তায় অন্বেষাকে প্রথমে বজবজের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থার অবনতি ঘটায় কলকাতার সিএমআরআই-তে স্থানান্তরিত করা হয় অন্বেষাকে ৷ আপাতত সেখানেই মৃত্যুর সঙ্গে লড়ছে সে। ঘটনা জানাজানি হতেই আবাসন অফিসে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে আবাসিকরা। আগেও একই কারণে দুর্ঘটনা ঘটেছে একাধিকবার, তবু টনক নড়েনি ৷ তাই আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সরব অভিজাত আবাসনের আবাসিকরা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details