ডায়মন্ড হারবার, 20 অক্টোবর : মাধ্যমিক ফেল ছেলে অনর্গল ইংরেজিতে কথা বলছে ৷ দেখে চমকে গিয়েছিলেন সুভাষ হালদার ৷ তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে স্যুট-বুট পরিহিত তাঁর ছেলে এখন মেট্রো রেলের ইঞ্জিনিয়র ৷ কিন্তু ছেলের ঝাঁ-চকচকে গাড়ি, বেশভূষা দেখে বিশ্বাসও করেছিলেন তিনি ৷ কিন্তু সেই বিশ্বাসই তাঁকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল ৷
আরও পড়ুন :Gariahat Double Murder : গড়িয়াহাট জোড়া খুনে 14 দিনের পুলিশি হেফাজত মিঠু হালদারের
বৃহস্পতিবার সেই কথাই বলছিলেন সুভাষবাবু ৷ তাঁর স্ত্রী মিঠু হালদারকে কাঁকুলিয়ায় জোড়াখুনের ঘটনায় গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ তাঁর ছেলে ভিকিকেও পুলিশ খুঁজছে ৷ সেও এই ঘটনায় অভিযুক্ত ৷ যা দেখে সুভাষবাবুর বক্তব্য, মা-ছেলে টাকার জন্য সবকিছু করতে পারে ৷
কেন এই কথা বললেন তিনি ? সেই ব্যাখ্যা দিতে গিয়ে শোনালেন হাড়হিম করা একটা ঘটনা ৷ তাঁর দাবি, সামান্য জমানো টাকার লোভে মা ও ছেলে মিলে তাঁকে খুনের পরিকল্পনা করে । কলকাতা থেকে ডায়মন্ড হারবারের একটি ভাড়া বাড়িতে তাঁকে নিয়ে আসে মিঠু ও তার দুই সন্তান । খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচৈতন্য করে তাঁকে বেঁধে সেলোটেপ দিয়ে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টাও করে ।