গঙ্গাসাগর, 2 জানুয়ারি : আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী ও দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ইতিমধ্যেই পর্যাপ্ত বেসরকারি বাস-মিনিবাস দেওয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন । এবছর বেসরকারি বাসগুলিকে দেওয়া হচ্ছে বেশ কিছু ছাড়ও ।
আসন্ন গঙ্গাসাগর মেলায় যানবাহনের ব্যবস্থা নিয়ে ও অন্যান্য ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে আলিপুর রিজিওনাল ট্রান্সপোর্ট দপ্তরে ইতিমধ্যেই একটি বৈঠক হয়েছে । সমস্ত বেসরকারি বাস মালিক সংগঠনগুলি এই বৈঠকে অংশগ্রহণ করে । বৈঠকে মূলত গঙ্গাসাগর মেলায় কীভাবে বাস চলাচল করানো হবে, ট্র্যাফিক ব্যবস্থা কী রকম হবে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় । জানুয়ারির প্রথম দিকে গঙ্গাসাগর দ্বীপে এই মেলা অনুষ্ঠিত হয় । বিভিন্ন রাজ্য এমনকী বিদেশ থেকেও আসেন মানুষ । লাখ লাখ পুণ্যার্থীদের ভিড় হয় এই মেলা উপলক্ষ্যে । তবে এই বছর কোরোনার জেরে আগের তুলনায় পুণ্যার্থীদের ভিড় অনেকটাই কমে হবে বলে মনে করছেন আধিকারিকরা ।