পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Labourer Wins Lottery : এক লটারিতে ঘুরল ভাগ্যের চাকা, দিনমজুর রাতারাতি কোটিপতি - Gangasagar labourer wins 1 crore lottery

দিনমজুরের ভাগ্যর চাকা খুলে দিল লটারি । 1 কোটি টাকা পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা হাজরা পরিবার (Gangasagar labourer wins 1 crore lottery) । ছিল না মাথা গোঁজার ঠাঁই ৷ কয়েকদিনের মধ্যে দিতেন ভিনরাজ্য পাড়ি দিয়ে হয়ে যেতেন পরিযায়ী শ্রমিক ৷ আর একরাতে চিত্রটাই সব বদলে গেল ৷ একটি লটাটির টিকিটে দিনমজুর হবেন ব্যবসায়ী ৷ বানাবেন 'ড্রিম হাউস' ৷

South 24 Parganas News
দিনমজুর থেকে কোটিপতি হলেন ভোলানাথ হাজরা

By

Published : May 14, 2022, 10:15 PM IST

বকখালি, 14 মে :গঙ্গাসাগরে উত্তর হারাধনপুর যনুমাখালির বাসিন্দা ভোলানাথ হাজরা পেয়েছেন এক কোটি টাকা (Gangasagar labourer wins 1 crore lottery) । মৌসুনি গ্রাম পঞ্চায়েতের কুসুমতলায় শ্বশুড়বাড়িতে থাকেন স্ত্রী অর্চনা হাজরা-সহ দুই ছেলে, মেয়েকে নিয়ে । পনেরো বছর আগে বিয়ে হয় ভোলানাথ ও অর্চনার । তাঁদের হতদরিদ্র পরিবার । নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, হাজরা পরিবারের।

আর এখন তিনি কোটিপতি ৷ দিনমজুর ভোলানাথের ভাগ্যের চাকা ঘোরে 12 মে রাতে টিকিট কাটার পর। তিনি এই সুখবরের কথা জানতে পারেন 13 তারিখ অর্থাৎ গতকাল। মৌসুনির কুসুমতলার লটারি ব্যবসায়ীর কাছ থেকে টিকিট কাটেন তিনি । দারিদ্র ঘোচাতে ভোলানাথের কাজের জন্য পেটের তাগিদে পাড়ি দেওয়ার কথা ছিল অন্ধ্রপ্রদেশে। আর সেটা হইতো হল না । লটারির টিকিট কেটে পরিযায়ী শ্রমিক হওয়ার বদলে হয়ে গেলেন কোটিপতি।

ভোলানাথ হাজরা পেয়েছেন এক কোটি টাকা

আরও পড়ুন :সারানো হয়নি নদী বাঁধ, আসন্ন ভরা কোটালে বাঁধ ভাঙার আতঙ্কে প্রহর গুনছেন এলাকাবাসী

একটা লটারিতেই ভাগ্য খুলে গেল। প্রাকৃতিক দুর্যোগ সর্বশান্ত করে দিয়েছিল হাজরা পরিবারকে। মাথা গোঁজার ঠাঁই টুকু তৈরি করা তাঁর দায় হয়ে পড়েছিল ৷ আর এ যন্ত্রণা সইতে হবে না তাঁদের । কারণ লটারিতে যে এককোটি টাকা পেয়েছেন তাতে 'ড্রিম হাউস' হাসতে হাসতে হয়ে যাবে। সঙ্গে পেশা বদল করে দিনমজুর থেকে হবেন ব্যবসায়ী এমনটাই স্ত্রীর আশা ৷ এবার টাকার নোটগুলি শুধু হাতে পাওয়ার অপেক্ষা। লটারি জেতা চাউর হতেই মৌসুনি ক্যাম্পে হাজির হয় দম্পতি হাজরা পরিবার । বর্তমানে নিরাপত্তার জন্য ফ্রেজারগঞ্জ থানার ওসি শুভেন্দু দাসের কাছে রয়েছেন হাজরা দম্পতি।

ABOUT THE AUTHOR

...view details