বকখালি, 14 মে :গঙ্গাসাগরে উত্তর হারাধনপুর যনুমাখালির বাসিন্দা ভোলানাথ হাজরা পেয়েছেন এক কোটি টাকা (Gangasagar labourer wins 1 crore lottery) । মৌসুনি গ্রাম পঞ্চায়েতের কুসুমতলায় শ্বশুড়বাড়িতে থাকেন স্ত্রী অর্চনা হাজরা-সহ দুই ছেলে, মেয়েকে নিয়ে । পনেরো বছর আগে বিয়ে হয় ভোলানাথ ও অর্চনার । তাঁদের হতদরিদ্র পরিবার । নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, হাজরা পরিবারের।
আর এখন তিনি কোটিপতি ৷ দিনমজুর ভোলানাথের ভাগ্যের চাকা ঘোরে 12 মে রাতে টিকিট কাটার পর। তিনি এই সুখবরের কথা জানতে পারেন 13 তারিখ অর্থাৎ গতকাল। মৌসুনির কুসুমতলার লটারি ব্যবসায়ীর কাছ থেকে টিকিট কাটেন তিনি । দারিদ্র ঘোচাতে ভোলানাথের কাজের জন্য পেটের তাগিদে পাড়ি দেওয়ার কথা ছিল অন্ধ্রপ্রদেশে। আর সেটা হইতো হল না । লটারির টিকিট কেটে পরিযায়ী শ্রমিক হওয়ার বদলে হয়ে গেলেন কোটিপতি।