গঙ্গাসাগর, 17 জানুয়ারি:শেষ হয়েছে 2023 গঙ্গাসাগর মেলা ৷ রাজ্য সরকারের হিসেব অনুযায়ী প্রায় 60 লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটেছিল এবারের মেলায় । এত মানুষের মিলন মেলায় সমস্ত এলাকা জুড়ে কিছুটা নোংরা আবর্জনা ছড়ায় বৈকি । আর তাই মঙ্গলবার সকাল থেকেই গঙ্গাসাগরের সমুদ্র তটে ঝাঁটা হাতে সাফাই অভিযানে দেখা গেল রাজ্যের বেশ কিছু মন্ত্রীকে (Gangasagar clean up campaign by ministers) । এদিন গঙ্গাসাগর সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সুজিত বসু-সহ সুন্দরবন উন্নয়নমন্ত্রী ও অন্যান্যরা।
উল্লেখ্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু ও শোভনদেবরা আগে থেকেই গঙ্গাসাগর মেলার তদারকির দায়িত্বে ছিলেন। এদিন গঙ্গাসাগরে নিট অ্যান্ড ক্লিন অভিযানে অংশ নিয়ে বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "গঙ্গাসাগরের মতো একটি বিশাল ঐতিহ্যশালী মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানান মানুষ আসেন। এত মানুষ একসঙ্গে আসায় গত কয়েকদিনে জায়গাটি কিছুটা হলেও নোংরা হয়েছে । তাই আমাদের তরফ থেকে এই সাফাই অভিযান । তারসঙ্গে মানুষকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিয়ে সচেতন করার একটি প্রয়াস মাত্র ।"