নরেন্দ্রপুর, 13 নভেম্বর: প্রতারণার নয়া ছক প্রকাশ্যে এলো ৷ বিদ্যুৎ বিল বাকি রয়েছে বলে মেসেজ এসেছিল মোবাইলে । বলা হয়েছিল বিল না দিলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে । হোয়াটস অ্যাপে পাঠানো নম্বরে ফোন করেছিলেন রাহুল মিত্র। ফোনে কথা বলেতই বুঝতে পারেন যে এটি একটি প্রতারণার ছক । তারপর ফোন কেটে দেন তিনি । অভিযোগ, তিনি টাকা না দেওয়ায় তাঁকে ফোন করে হুমকি দিতে শুরু করে প্রতারকরা । সঙ্গে সঙ্গে শনিবার সকালেই নরেন্দ্রপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই যুবক (Fraud Electricity Bill at Narendrapur) ।
প্রতিনিয়তই নতুন নতুনভাবে প্রতারণার ছক কষছে প্রতারকরা । আর তার মধ্যে নতুন সংযোজন হল বিদ্যুতের বিল বাকি রয়েছে বলে মেসেজ করা । বিদ্যুতের বিলের নাম করে ফোনে লিঙ্ক । ক্লিক খুলতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা । এই প্রতারণার ফাঁদে পা দিয়ে টাকা খুইয়েছেন টলি অভিনেতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ । আর এবার সেই একই ধরনের মেসেজ এসেছিল নরেন্দ্রপুরের বাসিন্দা রাহুল মিত্রর হোয়াটস অ্যাপে । এদিকে তাঁর নামে কোনও বিদ্যুৎ সংযোগই নেই । তাহলে কেমন করে তাঁর বিল বকেয়া দেখাতে পারে ! মেসেজ আসার পরই বিষয়টি বুঝতে পারেন তিনি । তারপর বিষয়টি জানার জন্য হোয়াটস অ্যাপে আসা নম্বরে ফোন করে প্রতারকদের সঙ্গে কথা বলেন ।