ডায়মন্ড হারবার, 6 নভেম্বর:নামকরা সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে পরিচয় দিয়ে এলাকা থেকে লক্ষাধিক টাকার প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 25 লক্ষ টাকা হাতানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে ৷ গ্রেফতার সেই ভুয়ো সাংবাদিক (Fake Journalist Arrested) । তিনি উস্থির শেরপুরের বাসিন্দা বিশ্বজিৎ দে ।
জানা গিয়েছে, এলাকায় নামী সংবাদ মাধ্যমের রিপোর্টারের তকমা লাগিয়ে বিশ্বজিৎ করতেন কাটা তেলের ব্যবসা । বিভিন্ন অজুহাতে প্রভাবশালীদের নাম করে একাধিক ব্যক্তির থেকে মোট প্রায় 25 লক্ষ টাকার প্রতারণা করেন বলে অভিযোগ । ঘটনার পর থেকে 8 মাস এলাকা থেকে পলাতক ছিলেন তিনি । শুক্রবার রাতে ডায়মন্ড হারবার থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে বিশ্বজিৎ দে-কে গ্রেফতার করে ।
সাংবাদিক পরিচয় দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা তবে কীভাবে সাংবাদিক সেজে এলাকায় অবৈধ কাটা তেলের ব্যবসা করে 25 লক্ষ টাকার প্রতারণা করলেন, তারই তদন্তে পুলিশ (Fraud of lakhs of rupees by pretending to be journalist) । অবশ্য পাওনাদারদেরকে বিভিন্ন সময় প্রভাবশালী ব্যক্তিদের নাম নিয়ে শাসিয়ে রাখতেন বিশ্বজিৎ দে ৷ এমনটাই অভিযোগ প্রতারিত ব্যক্তিদের । তবে এই ঘটনার পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে, তারই তদন্ত শুরু করেছে পুলিশ । অভিযুক্তকে শনিবার ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করা হয় ।
আরও পড়ুন:মাছ ধরার ট্রলারে করে জলপথে কয়লাপাচার, আটক 7 অভিযুক্ত
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলার রুজু করেছে পুলিশ । ডায়মন্ড হারবার থানার পুলিশ অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে । অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে প্রতারণা চক্রের শিখরে পৌঁছতে চায় ডায়মন্ড হারবার থানার পুলিশ । অভিযুক্তের দু'দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন বিচারক ।