পাথর প্রতিমা,11 জুলাই: সুন্দরবনের প্রান্তিক এলাকার বাসিন্দাদের ঘর পাইয়ে দেওয়ার নামে করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের বনশ্যাম নগর এলাকায় । টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ এলাকার মহিলাদের। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকায় পড়েছে পোস্টার । ঘটনা তদন্ত শুরু করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ(Fraud Allegation Against a Teacher) ।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত সুবিমল ভুইঞা এলাকার মহিলাদের গৌড়ীয় মঠ নামে একটি সংস্থা থেকে দু’লক্ষ টাকার মূল্যের ঘরে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ৷ সেই মতোই এলাকার মহিলাদের থেকে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট-সহ একাধিক কাগজপত্র নেয়। এমনকী আধার কার্ডের জেরক্সের উপরে টিপসই ও করিয়ে নেয় তাঁদের দিয়ে। আর সেই টিপসই নিয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তুলে নেওয়া হয়েছে। অভিযোগ গ্রামবাসীদের ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ৷