পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান রাজ্যের চার মন্ত্রীর

Gangasagar Mela 2024: মকর সংক্রান্তিতে তীর্থযাত্রীদের পাশাপাশি গঙ্গাসাগরে পুণ্যস্নান সারলেন মেলার দায়িত্বে থাকা রাজ্যের চার মন্ত্রী ৷ স্নান শেষে জানালেন, খুব ভালো অনুভূতি ৷

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 3:40 PM IST

Gangasagar
পুণ্যস্নান চারমন্ত্রীর

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান রাজ্যের চার মন্ত্রীর

গঙ্গাসাগর, 15 জানুয়ারি:মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে স্নান সারলেন রাজ্যের চার মন্ত্রী । দেশ-বিদেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগর মেলায় মোক্ষলাভের আশায় এসেছেন মানুষজন ৷ মকর সংক্রান্তির পুণ্য তিথিতে সোমবার স্নান সেরেছেন তাঁরা । তাঁদের সঙ্গে ডুব দিলেন রাজ্যের চারমন্ত্রীও ৷ এই চার মন্ত্রী হলেন গঙ্গাসাগর মেলা তদারকির দায়িত্বে থাকা পুলক রায়, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ৷

গঙ্গায় স্নান সেরে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "গঙ্গাসাগর মেলার দায়িত্ব পালন করার পাশাপাশি পুণ্যস্নানও সেরেছি ৷ গঙ্গায় স্নান করা একটা আলাদা অনূভূতি ৷ এবারে গঙ্গাসাগরের মানুষের ভিড় সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে যাবে ৷" মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "এবার প্রায় এক কোটির কাছে মানুষ বিভিন্ন রাজ্য থেকে গঙ্গাসাগরে পুণ্যস্নান করার জন্য এসেছেন ৷ পবিত্র গঙ্গায় স্নান করে খুব ভালো অনুভূতি হচ্ছে ৷"

গত পাঁচ বছর ধরে গঙ্গাসাগর মেলার দায়িত্ব পালন করে আসছেন মন্ত্রী সুজিত বোস । কিন্তু 12 তারিখ তাঁর বাড়িতেই টানা 14 ঘণ্টা তল্লাশি চালায় ইডি । রবিবার মেলায় সাংবাদিক সম্মেলনে তাঁর দফতরের সমস্তটা তুলে ধরেন সুজিত । পরে তিনি সাংবাদিকদের জানান, "রাজনৈতিক প্রতিহিংসা করে বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে ৷"

গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের জন্য 2500টি বাস, 6টি বার্জ, 38টি ভেসেল, 100টি লঞ্চ চলাচল করছে । এতে করে পুণ্যার্থীরা সহজেই পৌঁছে যাচ্ছেন কপিলমুণির আশ্রমে । ইয়াস ঝড়ে কপিলমুণি মন্দির বরাবর সমুদ্রতটে ধস নেমেছিল । এবার তা নতুন করে তৈরি করা হয়েছে । একই সঙ্গে কপিলমুণির আশ্রম-সহ মেলা চত্বরকে সুন্দরভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে । মন্দির সংলগ্ন এলাকায় বিশ্রামাগার, নতুন নতুন পাকা রাস্তা, স্ট্রিট লাইটস, তীর্থযাত্রী নিবাস, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে । সাগরের 6টি স্নানঘাট কার্যত কানায় কানায় পূর্ণ ছিল এ দিন ।

সাগরতটে চলে গঙ্গাবন্দনা । কেউ কেউ প্রদীপ জ্বালিয়ে আরতিও করেন ৷ প্রদীপের নিয়ন আলো, ধূপ, ধুনোর গন্ধে মোহময় হয়ে উঠেছে মিলনতীর্থ সাগরমেলা । কেউ কেউ গরুর লেজ ধরে বৈতরণী পার হচ্ছেন । এ দিকে রবিবার রাত 12টা 13মিনিট থেকে সোমবার দুপুর 12টা 13 মিনিট পর্যন্ত মকর সংক্রান্তি স্নানের যোগ ছিল । এই সময়ে গঙ্গাসাগরে ভিড় আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে । পা ফেলার জায়গা নেই কোথাও । কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে । রয়েছে সবরকম আপতকালীন ব্যবস্থাও। মুখ্যমন্ত্রীর নির্দেশে সাগরে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়েরা । বুধবার মেলা শুরুর দিন থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত 45 লক্ষ পুণ্যার্থী স্নান সেরেছেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:

  1. ঘন কুয়াশা ও কনকনে শীতকে উপেক্ষা করে গঙ্গাসাগরে চলছে সংক্রান্তির পুণ্যস্নান
  2. গঙ্গাসাগরে নাশকতার ছক প্রতিরোধে প্রস্তুত অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
  3. প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলার আয়োজনে বদ্ধপরিকর জেলা প্রশাসন

ABOUT THE AUTHOR

...view details