পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bishnupur Murder Case: শেষ রক্ষা হল না! গা-ঢাকা দিয়েও বিষ্ণুপুরের শুটআউট কাণ্ডে গ্রেফতার 4 - Bishnupur Murder Case

শুক্রবার রাতে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে এক ব্যক্তিকে হামলা করে 4 দুষ্কৃতী ৷ প্রথমে একজনকে গ্রেফতার করা হলেও বাকি চারজন গা-ঢাকা দেয় ৷ শনিবার রাতে তাদের সুন্দরবন পুলিশ জেলার পুলিশ চারজনকে গ্রেফতার করে ৷ এদের মধ্যে একজন ওই চারজন দুষ্কৃতীকে সাহায্য করে ৷

Bishnupur Murder Case
প্রতীকী ছবি

By

Published : May 21, 2023, 9:48 PM IST

গা ঢাকা দিয়েও বিষ্ণুপুরের শুটআউট কাণ্ডে গ্রেফতার 4

মৌসুনি দ্বীপ, 21 মে:নির্জন দ্বীপে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হল না ৷ অবশেষে পুলিশের জালে গ্রেফতার অভিযুক্তরা। বিষ্ণুপুরের সামালিতে খুনের ঘটনার পর থেকে এলাকা থেকে গা-ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। সুন্দরবন পুলিশ জেলার পুলিশের সহযোগিতায় মৌসুনি দ্বীপের বালিয়াড়ি এলাকা থেকে গ্রেফতার অভিযুক্তরা। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে ক্যারাম খেলছিলেন আইজুদ্দিন। সেই সময় দু'টি বাইকে করে 4 জন দুষ্কৃতী আসে। যার মধ্যে তিনজনকে শনাক্ত করতে পেরেছেন স্থানীয়রা। অভিযোগ, দুষ্কৃতীরা আসার পরেই সেখানে প্রথমে বোমাবাজি শুরু করে। এরপর আইজুদ্দিনের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর গুলি চালানো হয়।

আতঙ্কে স্থানীয়রা সেখান থেকে পালিয়ে যায়। গুলি চালানোর পর দুষ্কৃতীরা অন্য একটি রাস্তা দিয়ে পালিয়ে যায়। তবে সেই সময় মৃতের বোন তাদের চিনতে পারেন। ঘটনার পরে আইজুদ্দিনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। কী কারণে খুনের ঘটনা তা এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে, আইজুদ্দিন মাটি কাটার কাজ করতেন। অভিযুক্তদের সঙ্গে বেশ কয়েকদিন ধরে তাঁর ঝামেলা চলছিল। ফলে পুরনো শত্রুতার জেরে তাঁকে খুন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন:ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মৌসুনি দ্বীপের জোড়া সৌরবিদ্যুৎ প্লান্ট

এদিকে, আইজুদ্দিনের দাদাও এলাকার দুষ্কৃতী হিসেবেই পরিচিত। তাঁর দাদা এলাকায় পোড়া খোকন নামে পরিচিত। যদিও বর্তমানে সে জেল হেফাজতে। দুষ্কৃতীর ভাই হওয়ার কারণে তাঁকে খুন করা হয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খুনের অভিযোগে, পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল এর আগে। বাকিরা পলাতক ছিল ৷ বাকি দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান চলছিল। এরপর শনিবার রাতে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের মৌসুনি দ্বীপের বালিয়াড়ি এলাকা থেকে বাকি চার জনকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ।

ধৃতদের নাম মহিরুদ্দিন মোল্লা, শুকুর আলি সেখ, নাসির হোসেন ঢালী ও রজত দাস। ঘটনায় চারজন গেলেও এই রজত দাস তাদের অভিযুক্তদের রবিবার বিষ্ণুপুর থানার পুলিশ এসে ফ্রেজারগঞ্জ উপকূল থানা থেকে ওই থানায় নিয়ে যায় । তাদের বিরুদ্ধে খুন ও অস্ত্র আইনে মামলার রুজু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details