পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাকাতির আগেই পুলিশের জালে চার দুষ্কৃতী - জয়নগর

ডাকাতির আগেই পুলিশের জালে চার দুষ্কৃতী ৷ দক্ষিণ 24 পরগনার জয়নগরের ঘটনা ৷ ধৃতরা হল নীলকমল মণ্ডল (22), আরিফ হোসেন মোল্লা (21), হাকিম মণ্ডল (22) এবং শরিফুল ঘরামি (35) ৷ পুলিশের দাবি, ডাকাতির উদ্দেশ্যেই একটি পেট্রোল পাম্পের কাছে জড়ো হয়েছিল তারা ৷ কিন্তু তার আগেই সকলকে গ্রেফতার করা হয় ৷

four criminals arrested in Jaynagar before robbery
ডাকাতির আগেই পুলিশের জালে চার দুষ্কৃতী

By

Published : Jun 19, 2021, 5:08 PM IST

জয়নগর, 19 জুন : পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক ৷ অপারেশেনর আগেই চার দুষ্কৃতী ধরা পড়ল পুলিশের জালে ৷ উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও মোটরবাইক ৷ শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার জয়নগরে ৷

পুলিশ সূত্রে খবর, ধৃত চার যুবকের নাম নীলকমল মণ্ডল (22), আরিফ হোসেন মোল্লা (21), হাকিম মণ্ডল (22) এবং শরিফুল ঘরামি (35) ৷ শুক্রবার রাতে ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা ৷ সেই খবর পৌঁছে যায় জয়নগরের বকুলতলা থানার পুলিশের কাছে ৷

আরও পড়ুন :১ লক্ষ ৪৫ হাজার টাকার জালনোট উদ্ধার মালদায়, গ্রেফতার চার

পুলিশ সূত্র মারফত জানতে পারে, জয়নগরের প্রিয়র মোড় এলাকায় একটি পেট্রল পাম্পের কাছে জড়ো হয়েছে ওই চার দুষ্কৃতী ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান বকুলতলা থানার পুলিশ কর্মীরা ৷ চার অভিযুক্তকেই পাকড়াও করা হয় সেখান থেকে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে বকুলতলা থানা এলাকার বিভিন্ন জায়গায় রাতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছিল ৷ তদন্তে নেমে নীলকমল মণ্ডলের নাম জানতে পারে পুলিশ ৷ নীলকমল স্থানীয় শাহজাদপুরের বাসিন্দা ৷ এরপর থেকেই পুলিশের রাডারে চলে আসে নীলকমল ৷ এই নজরদারির জেরেই পুলিশ জানতে পারে, আরও তিন সঙ্গীকে নিয়ে প্রিয়র মোড়ের কাছে হাজির হয়েছে সে ৷

শনিবার রাত দেড়টা নাগাদ নীলকমল ও তার তিন সঙ্গী পুলিশের জালে ধরা পড়ে ৷ ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং দু’টি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয় ৷ পুলিশের দাবি, ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল এই চার যুবক ৷ কিন্তু তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় তারা ৷

আরও পড়ুন :ফের বীরভূমে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এলাকায় ইদানীং যে চুরি, ডাকাতি হচ্ছিল, তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে নীলকমল ও তার সঙ্গীদের ৷ এই অনুমান কতটা সঠিক, তা জানতে ধৃতদের জেরা করতে চাইছে পুলিশ ৷ চুরি, ডাকাতির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে সেসবও ৷

ABOUT THE AUTHOR

...view details